Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

জানলা দিয়ে উঁকি দিতেই চোখে পড়ে খাটে পচা গলা দেহ, আগলে বসে মা! দুর্গাপুরে চাঞ্চল্য

আবারও মৃত দেহ আগলে রাখার ঘটনা ঘটলো। রবিনসন স্ট্রিট কাণ্ডের মতো ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গের আরও এক উন্নত শহর দুর্গাপুরে (Durgapur)। মৃত ছেলেকে নিজের কাছে আগলে রাখলো মা। পুলিশ ওই মৃত যুবকের দেহ উদ্ধার করেছে সোমবারদিন সকালে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এই ঘটনায় ওই মৃত যুবকের নাম সুশীল জানা দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর স্টিল টাউনশিপের সেকেন্ডারি রোডের দুর্গাপুর ইস্পাত কারখানার ৩১/১৬ নম্বর আবাসনে থাকতেন। বছর ৪০ বয়স ওই ব্যক্তি। তাঁর সঙ্গে থাকতেন তাঁর বৃদ্ধা মা। সুশীলবাবুর দাদা সুনীল তাঁর পাশের ঘরেই পরিবারের সাথে থাকতেন। স্থানীয় দের থেকে পাওয়া খবর অনুযায়ী, মানসিকভাবে ঠিক সুস্থ ছিলেননা সুশীল জানা। বেশ কিছুদিন হল একটি দোকানে কাজে ঢোকে সে। তবে সুশীলবাবু অসুস্থ ছিলেন গত ৪ দিন ধরে।

ওই বাড়িতেই থাকতেন সুশীল জানার ভাইঝি শ্রেয়শী, তিনি জানায়, “তিনদিন আগে আমার কাকাকে শেষবার দেখেছিলাম। কাকার সাথে আমাদের সম্পর্ক খুব একটা ভালো ছিলনা। ঠাকুমা আমার মায়ের কাছে আজ সকালে কাকার চিকিৎসার জন্য টাকা চাইতে আসেন। আমাদের এক প্রতিবেশী তখনই গন্ধ পান। সে কৌতূহল নিয়ে দেখতে গিয়ে দেখেন কাকার পচাগলা মৃত দেহ পড়ে রয়েছে সেখানে। এতদিন ঠাকুমা দেহ আগলে রেখেছিল।”

এরপরই ঘটনাটি ওই এলাকায় চাউর হয়েছে যায়। স্থানীয়রা সেখানে ভিড় করতে থাকে। উক্ত স্থানে পুলিশ আসে। পল্লবরঞ্জন নাগ ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরও সেখানে যান। জানা গিয়েছে, বৃদ্ধা বারবার তাঁর ছেলে চিকিৎসকরে কাছে নিয়ে যাওয়ার আবেদন করেন পুলিশ দেহটি বের করার সময়। বেশ অসংলগ্ন ছিল ওই মহিলার কথা। পুলিশ ও স্থানীয় জানিয়েছে , মানসিক সমস্যা রয়েছে মৃতের মায়েরও। তদন্তকারীদের মতে , ইতমধ্যেই ময়নাতদন্তে দেহটি পাঠানো হয়েছে। যদি বৃদ্ধার সত্যিই কোনও মানসিক সমস্যা থেকে থাকে , তবে কীভাবে যুবকের মৃত্যু হল, তা ভালো করে দেখা হবে বলেও খবর।

Related posts

ঘরে বসে বেতনে আপত্তি স্কুল শিক্ষিকার, সেই টাকায় করোনা যুদ্ধে দান করলেন অ্যাম্বুলেন্স

News Desk

রাস্তায় তাঁকে দেখে ” সম্বোধন করায় এমন রেগে গেলেন কিশোরী… ৬ মাসের জন্য জেলে দুই যুবক

News Desk

ছাত্রীকে পড়াতে এসে গৃহ শিক্ষকের অসংযত আচরণ! টিউশন বন্ধ করেও মেলেনি রেহাই..

News Desk