Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দ্রুত নিজের উজ্জ্বলতা হারিয়ে ফেলছে নীল গ্রহ, কেন আস্তে আস্তে নিষ্প্রভ হচ্ছে আমাদের চেনা পৃথিবী?

সৌরমন্ডলে নীল গ্রহ নামে পরিচিত আমাদের পৃথিবী। কিন্তু এই উজ্জ্বল নীল গ্রহ খুব দ্রুত তার উজ্জ্বল্য হারাচ্ছে দিনের পর দিন। আর পৃথিবীর জন্য এ যেন এক মহা অভিশাপ। যত দিন যাচ্ছে জ্বলস্তর বাড়ছে । উষ্ণ থেকে উষ্ণতর হয়ে উঠছে পৃথিবী। ভয়ঙ্কর ভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে গ্রিনহাউস এফেক্ট এর জন্য ।

সম্প্রতি এক গবেষণা থেকে এই তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স’-এ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।

গবেষণাপত্রটি জানিয়েছে, পৃথিবীর ঔজ্জ্বল্য প্রতি বর্গ মিটারে আগের বছরগুলির চেয়ে অর্ধেক ওয়াট করে কমে গিয়েছে ১৯৯৮ থেকে ২০১৭, এই ২০ বছরে। আগের বছরগুলির চেয়ে শতাংশের হিসাবে পৃথিবীর ঔজ্জ্বল্য কমেছে ০.৫ শতাংশ। যার অর্থ, নীলাভ এই গ্রহ আগের চেয়ে কম পরিমাণে প্রতিফলিত করছে।

এটা কি কারণে হচ্ছে, গবেষকরা তার কারণও খুঁজে বার করেছেন। তাঁরা দেখেছেন, পৃথিবীর মহাসাগরগুলির তাপমাত্রা আগের চেয়ে অনেকটাই বেড়েছে এই ২০ বছরে। তার ফলে, আগের চেয়ে অনুজ্জ্বল হয়ে পড়েছে সেই মহাসাগরগুলির উপরের মেঘ। পৃথিবী সূর্যালোক আগের চেয়ে কম পরিমাণে প্রতিফলিত করছে মহাকাশে মেঘের ঔজ্জ্বল্য হারানোর জন্যই । তাই পৃথিবীর তাপমাত্রা আরও বাড়িয়ে দিয়েছে সেই সূর্যালোক।

কতটা সূর্যালোক পৃথিবী প্রতিফলিত করছে, তা বুঝতে পৃথিবী তার উপগ্রহ চাঁদকে কী পরিমাণে আলোকিত করছে সেটা গবেষকরা খতিয়ে দেখেছেন।

সাধারণত, পৃথিবী সূর্যালোকের ৩০ শতাংশ প্রতিফলিত করে ফিরিয়ে দেয় মহাকাশে। গবেষণাপত্রটি জানিয়েছে, ১৯৯৮ থেকে ২০১৭ সালের মধ্যে ০.৫ শতাংশ কমে গিয়েছে এই পরিমাণ। আর সেটা মূলত ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালে কমেছে।

নিউ জার্সি ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক তাত্ত্বিক পদার্থবিদ ফিলিপ গুডে যিনি মূল গবেষক বলেছেন, ‘‘ আমরা অবাক হয়ে গিয়েছি প্রতিফলনের পরিমাণ কমে যাওয়ার তিন বছরের খতিয়ান দেখে। বিজ্ঞানীদের এত দিন ধারণা ছিল, পৃথিবী হয়তো আরও বেশি পরিমাণে সূর্যালোক প্রতিফলিত করছে মহাকাশে উষ্ণায়নের জন্য। কিন্তু উল্টো কথাই বলেছে আমাদের গবেষণার ফলাফল।’’

যে উপগ্রহ চিত্র ও তথ্যাদি বিশ্লেষণ করেছেন গবেষকরা তাতে দেখা গিয়েছে, ঔজ্জ্বল্য হারিয়েছে বেশি পরিমাণে পূর্ব প্রশান্ত মহাসাগরের উপরে একেবারে নীচের স্তরে থাকা মেঘ। ফলে সূর্যালোকের প্রতিফলনও আগের চেয়ে কমে গিয়েছে সেই মেঘ থেকে। পৃথিবীর ঔজ্জ্বল্য কমার মূল কারণ হয়ে উঠেছে এই অঞ্চলটিই। সাথে এটাও দেখা গেছে যে প্রশান্ত মহাসাগরের উপরে যে সমস্ত জায়গায় মেঘের ঔজ্জল্য কমেছে সেখানে উষ্ণতাও বেড়েছে। জলবায়ু পরিবর্তনের জন্য এমন হয়েছে।

শুধুমাত্র একা মেঘ নয়, সূর্যালোক প্রতিফলিত করে পাঠায় মহাকাশে জল, বরফ, বনাঞ্চল, মরুভূমি সব কিছুই। তার পরিমাণ কারও ক্ষেত্রে কম, কারও ক্ষেত্রে বেশি। গবেষকরা দেখেছেন, সভ্যতার সৃষ্টি করা দূষণও পৃথিবীর ঔজ্জ্বল্য কমে যাওয়ার পিছনে রয়েছে।

Related posts

অ্যাডহক বোনাস মিলতে চলেছে কেন্দ্রীয় কর্মচারীদের! কারা আসবে এর আওতায়? জানুন

News Desk

নগ্ন অবস্থায় গাড়ি চালানো এই ব্যাক্তির নেশা! অভিনব সাজা শোনালো দেশের শীর্ষ আদালত

News Desk

অনলাইন জুয়ায় খেলে প্রচুর ঋণ! সরকারী চাকরীর পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্র যা ঘটিয়ে বসলো

News Desk