Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

অ্যামাজন ছাড়ছেন, এর পর কী করবেন ধনকুবের জেফ বেজোস? সন্ধান দিল ইনস্টাগ্রাম

অ্যামাজনের (Amazon) চিফ এগজিকিউটিভ অফিসার বা সিইও (CEO) -এর পদ ছেড়ে দিয়েছেন জেফ বেজোস (Jeff Bezos)। যদিও অ্যামাজনের চেয়ারম্যান থাকছেন তিনিই। সব থেকে বেশি অ্যামাজনের শেয়ারও থাকছে তাঁরই নামে। কিন্তু অ্যামাজন থেকে ইস্তফা দিয়ে আগামী জীবনে কি করতে চলেছেন জেফ বেজোস। তার ইঙ্গিত দিল একটি ইনস্টাগ্রাম পোস্ট।

সম্প্রতি হলিউড তারকা ডোয়েন জনসনের (Dwayne Johnson) বা রকের সাথে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা। ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে হাসি মুখে এক সাথে দু’জনকে। তাঁরা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানিয়েছেন, অ্যামাজন স্টুডিয়োজ-এর ব্যানারে একটি সিনেমা করতে চলেছেন তাঁরা। অর্থাৎ এ হলিউডের (Hollywood) সিনেমা তৈরির দিকেও নজর দিচ্ছেন বেজোস।

whats Jeff Bezos next plan

পাশাপাশি অবশ্য কয়েক দিন পর জুলাই মাসেই বাণিজ্যিক ভাবে মহাকাশ ভ্রমণ শুরু করতে চলেছেন জেফ বেজোসের মহাকাশ বিষয়ক সংস্থা ‘ব্লু অরিজিন’ (Blue Origin Space Adventure)। এই অভিযানে মহাকাশে ৮২ বছরের ওয়ালি ফাঙ্কের (wally funk);কে সাথে নিয়ে যাত্রী হবেন জেফ বেজোস ও তাঁর ভাই। এই অভিযানের জন্য এই মাস থেকেই পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণ শুরু করতে চলেছে ব্লু অরিজিন। আগামী ২০ জুলাই তারই একটিতে বেজোস ও তাঁর ভাইয়ের এবং ওয়ালির মহাকাশে উড়ে যাওয়ার কথা।

তাই অ্যামাজনের দায়িত্বভার ছেড়ে দিলেও জেফ বেজোসের সামনে যে এখন অনেক কাজের পরিকল্পনা তা আর বলার অপেক্ষা রাখে না। প্রথমবার কমার্শিয়াল মহাকাশ ভ্রমণের থেকে শুরু করে হলিউডের প্রোডাকশন , বহু পরিকল্পনাই রয়েছে ধনকুবের বেজোসের মনে।

প্রসঙ্গত ১৯৯৫ সালে জেফ বেজোস নিজের সিয়াটলের বাড়িতেই প্রতিষ্ঠা করেন অ্যামাজন। সিইও পদে আর না থাকলেও এখন পর্যন্ত অ্যামাজনে সর্বাধিক শেয়ার জেফ বেজোসের। জেফ বেজোসের শেয়ার মূল্য বর্তমান বাজারে প্রায় ১৮ হাজার কোটি ডলার। আবার সারা পৃথিবীব্যাপী মহামারী চলাকালীন জেফ বেজোস এমন সময় অ্যামাজনের দায়ীত্ব থেকে সরে দাঁড়ালেন যখন অ্যামাজন আয়ের দিক থেকেও তার সর্বশ্রেষ্ঠ সময়ে ছিল। গত দেড় বছর থেকে করোনা মহামারিতে ব্যাপকভাবে লাভ পেয়েছে আমাজন। কারণ লকডাউনে মানুষ বাধ্য হয়ে অনলাইনেই নিজেদের কেনাকাটা সারছে।

Related posts

ইঞ্জেকশন দিতেই শরীরে জ্বালা, তারপরেই সব শেষ.. বিস্ফোরক অভিযোগ শোকাচ্ছন্ন পরিবারের

News Desk

করোনায় বন্ধ হওয়ার মুখে স্কুল, উপায় না পেয়ে চপ ভেজে স্কুলকে বাঁচানোয় ব্রতী প্রধান শিক্ষক

News Desk

মসজিদে তৃষ্ণার জল চেয়ে ধর্ষিতা নাবালিকা, অভিযুক্ত ধর্মগুরুকে গ্রেফতার দিল্লিতে

News Desk