Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আমির খানের বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মেয়ে ইরা

আমির খান ও কিরণের দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যও টিকল না (Amir Khan Kiran Rao Divorce)। আগের স্ত্রী রিনা দত্তের পরে কিরণ রাও – এর সঙ্গেও দ্বিতীয় বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন আমির খান। দীর্ঘ ১৫ বছরের ধরে চলা দাম্পত্য জীবনে ইতি টেনেছেন বলিউডের এই সেলিব্রিটি জুটি আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। গত শনিবারই তারা সোশ্যাল মিডিয়া তে তাদের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন। এরপর থেকেই নেট দুনিয়া জুড়ে তোলপাড়। পারফেকশনিস্ট হিসাবে পরিচিত আমির খানের দ্বিতীয় বারের জন্য বিবাহ বিচ্ছেদ ঘিরে নানা প্রশ্ন অনুরাগীদের মনে। এর পেছনে আমীর খানের সাথে দঙ্গল সিনেমায় আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করা ফাতিমা সানা শেখের হাত রয়েছে বলেও অনেকে মনে করছেন। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন আমির এবং কিরণ।

এমনকি শুধুমাত্র তারাই নয় , আমির খানের সঙ্গে কিরণের ডিভোর্স নিয়ে তার প্রথম বিবাহিত স্ত্রী রিনা দত্ত এবং আমির খানের প্রথমপক্ষের দুই সন্তান ইরা ও জুনাইদ খান এখনও কোনো কথা বলেননি। তবে সরাসরি মুখ না খুললেও আমির-কিরণের দেওয়া একটি যৌথ বিবৃতির পরই ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন আমির খানের মেয়ে ইরা খান (Ira Khan on Aamir-Kiran Divorce)।

কিন্তু হঠাৎ কি এমন হলো। আসলে সোশ্যাল মিডিয়া তে নিজেদের ডিভোর্সের বিবৃতি দেওয়ার পরই অনুরাগীদের তরফে একের পর এক সমালোচনার মুখে পড়েছেন আমির খান ও কিরণ রাও (Amir Khan and Kiran Rao)। যার জেরে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবার নতুন একটি ভিডিও প্রকাশ করেন যেখানে দ্বিতীয় স্ত্রী কিরণের হাত ধরে দেখা দেয় আমির খান। ভিডিও তে আমির খান বলেন ‘ আমাদের বিচ্ছেদের কথা শুনে আপনারা কষ্ট পেয়েছেন, আপনাদের ভালোও লাগেনি, হতবাকও হয়েছেন। আপনাদের শুধু আমরা একটা কথাই জানতে চাই যে আমরা কিন্তু ভীষণ খুশি, কারণ আমরা এখনও একই পরিবারে আছি। আমাদের সম্পর্কের নামে পরিবর্তন এসেছে ঠিকই, কিন্তু আমরা দুজন এখনও একে অপরের পাশেই আছি।’ আমির খান আরও বলেন, ‘পানি ফাউন্ডেশন টি আমাদের কাছে আমাদের সন্তান আজাদের মতোই। আপনারা আমাদের জন্য দুয়া করুন, প্রার্থনা করুন, এটুকুই চাইবো।’

এরপরই ইনস্টাগ্রাম স্টোরি তে আমির খানের কন্যা ইরা (Ira Khan) শেয়ার করেছেন নিজের একটি শোয়া অবস্থার ছবি। ব্লু ট্যাঙ্ক টপ পরে ভ্রূ তে হালকা বাঁক এনে আমিরের প্রথম পক্ষের মেয়ে ইরা এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। যার লেখা বুঝিয়ে দিচ্ছেন, আমির-কিরণের বিবাহ-বিচ্ছেদকেই উদ্দেশে করে পোস্টটি করেছেন তিনি। কেনোনা পোস্টের সঙ্গে ইরার মন্তব্য, ‘আগামী কালের আলোচনা কী’। সঙ্গে সঙ্গেই ইরা জুড়ে দিয়েছেন, ‘এটা কী হতে যাচ্ছে?’।

তাই ইরা সরাসরি কিছু না বললেও তার ইঙ্গিত যে তার বাবা আমির খান কে ঘিরে চলা নানা সমালোচনার উদ্দেশ্যে তা স্পষ্ট।

Related posts

তাহলে কি বিদায় নিচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ? কি বলছে ২৪ ঘণ্টার পরিসংখ্যান?

News Desk

৩ ঘন্টায় আম্বানি পরিবারকে ধ্বংসের হুমকি দেওয়া ব্যাক্তির পরিচয় সামনে আনলো পুলিশ! কে ইনি?

News Desk

এও কি সম্ভব? অ্যাকাউন্টে ঢুকল ৩ হাজার কোটি টাকা! চক্ষু ছানাবড়া দিনমজুরের

News Desk