Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ফেসবুকে ‘হাহা’ ইমোজির ব্যবহার করা হারাম!ফতোয়া জারি বাংলাদেশি ইসলামিক ধর্মগুরুর

বাংলাদেশের এক ইসলামিক ধর্মগুরু ফতোয়া জারি করলেন ফেসবুকের ‘হাহা’ ইমোজির ব্যবহার নিয়ে। তাঁর বক্তব্য অন্য কাউকে এই ইমোজির মাধ্যমে বিদ্রুপ করা নাকি ইসলামবিরোধী। তাই তিনি সকলকে বলেছেন বিরত থাকতে বলেছেন ‘হাহা’ ইমোজির ব্যবহার থেকে। কোনো ব্যাক্তি যদি ফেসবুক – এ এই ধরনের ইমোজি ব্যাবহার করেন তাহলে তিনি ইসলাম কে অপমান করছেন। যা অনেক বড় হারাম। এখন নেটমাধ্যমে ভাইরাল ‘হাহা’ নিয়ে বাংলাদেশি ওই ধর্মগুরুর ফেসবুক পোস্ট। সমালোচনার পাশাপাশি ওই পোস্ট ভরিয়েছেন ‘হাহা’ ইমোজিতেই নেটাগরিকদের একটা অংশ।

using ha ha emoji is haram in Islam said bengladeshi religious leader

আহমাদুল্লাহ, বাংলাদেশের ওই ধর্মগুরুর নাম। ৩০ লক্ষেরও বেশি ফেসবুক এবং ইউটিউবে তাঁর ফলোয়ার সংখ্যা। বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানে ধর্মীয় বিষয়ে আলোচনার জন্য উপস্থিত থাকেন তিনি।

আহমাদুল্লাহ নেটমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োয় বলেছেন, ‘‘কাউকে নিয়ে হাসাহাসি বা ঠাট্টা করা ইসলামবিরোধী সম্পূর্ণ। পাপ এই কাজ করা।’’ তিনি বলছেন হাসি ঠাট্টার বিষয় নিয়ে, ‘‘কেউ যদি হাসির বিষয় নিয়ে কোনও পোস্ট করেন তা হলে ঠিক আছে। না হলে ইসলামের চোখে অত্যন্ত ঘৃণ্য কাজ হাহা ইমোজির মাধ্যমে কোনও মুসলমানের প্রতি বিদ্রুপ বা ব্যঙ্গ করা। আমি অনুরোধ করছি,নিজেদের বিরত রাখুন ‘হাহা’ থেকে। বদলে যুক্তির মাধ্যমে চেষ্টা করুন তাঁকে বোঝানোর।’’ সবাইকে বিরত রাখতে ফতোয়া জারি করার কথাও বলেছেন তিনি ওই ইমোজির ব্যবহার থেকে।

এই বিষয়টি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিভিন্ন মন্তব্য করেছেন নেটাগরিকরা। তাঁদের ‘হাহা’ ইমোজি দিয়ে এই ফতোয়ার বিরোধিতা করেছেন বড় একটা অংশই।

Related posts

১৪ বছর স্ত্রীকে লুকিয়ে আরেক মহিলার সাথে সংসার! হঠাৎই সেখানে পৌঁছলেন স্ত্রী, তারপর…

News Desk

মালিক বিদেশে! ফাঁকা বাড়িতে চলত পুরুষ মহিলার আনাগোনা, কাউন্সিলর খোঁজ নিতেই পর্দা ফাঁস

News Desk

করোনামুক্তির দিকে এগোচ্ছে ভারত, গত ২৪ ঘন্টায় কমলো মৃত্যু

News Desk