Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

গতকালের তুলনায় ভারতে আবারও সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ , জানালো রিপোর্ট

পাঁচ দিন পর দেশে গতকাল নেমেছিল করোনা সংক্রমন। কিন্তু আবারও গত একদিনে দেশে সামান্য বাড়ল করোনা দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমন বেড়েছে ২.৭ শতাংশ। আগের দিন অর্থাৎ শনিবার দৈনিক সংক্রমনের এই সংখ্যাটা হয়েছিল ৪৮ হাজার ৬৯৮ জন। টিকা করণ চললেও বিভিন্ন রাজ্যে এখনও লাগাম পায়নি করোনা সংক্রমনের হার। তাই সামান্য কমছে বাড়ছে করোনা দৈনিক সংক্রমন। আবার গত ২৪ ঘন্টায় করোনার কারণে মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৮ জনের।

Covid third wave may badly hurt country with approx two to five lakh effected

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে রিপোর্ট এই নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাল ৩ কোটি ২ লক্ষ ৩৩ হাজার ১৮৩ জনে। মত করোনায় মারা গেছেন ৩.৯৫ লক্ষ মানুষ। তবে দেশে করোনা পজিটিভিটির হার কমছে।

গত ২৪ ঘন্টায় দেশে করোনা কে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৯৪৪ জন। এর ফলে কিছুটা কমলো দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। দেশে ৬ লক্ষের নিচে নামলো করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে মোট করোনা সক্রিয় রুগী ৫ লাখ ৮৬ হাজার ৪০৩ জন

১৬ই জানুয়ারিতে ভারতে টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার পর এই পর্যন্ত ৩২.১৭ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া গেছে। টিকাকরণের গতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে দেশে রয়েছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে একাধিক রাজ্যে। তবে আইসিএমআর জানিয়েছে দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না করোনার তৃতীয় ঢেউ। তৃতীয় ঢেউ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে টিকাকরণ।

Related posts

অদ্ভুত ভাবে যৌনতাকে উপভোগ! ৬ জন মহিলা জানালেন তাদের সেক্সটিং অভিজ্ঞতা

News Desk

পশুর মতন ঝাঁপিয়ে পড়ত.. স্পা সেন্টারে রিসেপশনিস্ট হয়ে নারকীয় অভিজ্ঞতা ১৪ এর কিশোরীর!

News Desk

বায়ু সেনার অত্যাধুনিক Mi-17V5 কপ্টার ভেঙ্গেই মৃত্যু বিপিন রাওয়াতের, কি কি বিশেষত্ব এই কপ্টারের?

News Desk