Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

১৪ বছর স্ত্রীকে লুকিয়ে আরেক মহিলার সাথে সংসার! হঠাৎই সেখানে পৌঁছলেন স্ত্রী, তারপর…

এক দুই বছর নয় টানা চোদ্দ বছর ধরে অনৈতিকভাবে অন্য আরেক মহিলার সঙ্গে সংসার করছেন তিনি। অভিযোগের তীর যার দিকে সেই ব্যাক্তি অবশ্য আইনের ধারক। রেল পুলিশের সাথে যুক্ত তিনি। আরপিএফের রাঁধুনি হিসাবে কর্মরত। জানা গেছে এই ব্যক্তি নিজের স্ত্রীর অগোচরে ১৪ বছর ধরে চুঁচুড়ার সিংহীবাগান এলাকায় অন্য আরেক মহিলার সঙ্গে রয়েছেন। অভিযুক্ত ব্যাক্তির নাম মনোতোষ দাস।

জী 24 ঘন্টার মিডিয়া রিপোর্ট অনুসারে এক মহিলা ও দুই সন্তানের সাথে চুঁচুড়ার সিংহীবাগানে রীতিমত সংসার পেতে ফেলেছিলেন মনোতোষ বাবু। এদিকে আজ সকালে আরেক মহিলা মনোতোষ বাবুর স্ত্রী পরিচয় নিয়ে ওই অঞ্চলে হাজির হন। ওই মহিলার বাস নদিয়ার জেলার শিমুরালিতে। আজ সকাল বেলা তিনি নিজের ছেলে এবং মেয়ে কে সাথে করেই চুঁচুড়া সিংহীবাগানে এসে হাজির হন। সেখানে পৌঁছেই তুলকালাম বাঁধিয়ে দেন তিনি। জানান ওই মনোতোষ নামক ব্যক্তি তার স্বামী। এবং অবৈধ ভাবে অন্যত্র এক মহিলা এবং সন্তানদের নিয়ে সংসার পেতেছেন তিনি। স্ত্রী এবং সন্তানদের প্রতি কোন পারিবারিক কর্তব্য তিনি করেননা। এমনকি বাড়িতে ইদানিং যান না খুব একটা। কখনো কখনো যদিও বা শিমুরালি তে বাড়িতে আসেন তাহলে এলাকায় প্রতারণা করেন তিনি। মহিলার অভিযোগ এলাকার নানা যুবকের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা প্রতারণা করেছেন তার স্বামী।

অভিযোগকারী মহিলা সংবাদমাধ্যমে জানান, অন্য এক মহিলার সঙ্গে বহুদিন ধরে মনোতোষ নামক ব্যক্তি থাকে। সংসারে মাইনের টাকাও দেন না ঠিক মত। বাড়ির সম্পত্তির বিষয়েও বঞ্চিত করছেন তাদের। ২০১৯ সাল থেকে মাস গেলে মাইনের থেকে মাত্র হাজার দশেক টাকা দিচ্ছে। বাড়ি আসেন না। ফোনেও কোন যোগাযোগ করেন না পরিবারের সাথে। পারিবারিক দায়িত্ব কর্তব্য পালন করেন না কিছুই।

কোন সূত্র থেকে খবর পেয়ে অবশেষে আজ হাতেনাতে তাকে ধরতে আসেন নদীয়ার ওই মহিলা। আজ যখন মনোতোষ বাইরে বেরিয়েছিলেন আচমকাই তার সামনে হাজির হয় তাকে পাকড়াও করে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। উপস্থিত হয় পাড়ার লোকজন রাও। তাদের সামনেই উত্তেজিত অবস্থায় মনোতোষ নামক ব্যাক্তি কে টানা হিচড়া করা হয়। এই নিয়ে কিছুক্ষণ উত্তপ্ত থাকে চুঁচুড়া। এই বিষয়ক কোন আইনত অভিযোগের কথা এখনো শোনা যায়নি।

Related posts

১লা সেপ্টেম্বর থেকে প্রতি মাসে মহিলারা পাবেন ৫০০-১০০০ টাকা। সুবিধা পেতে কিভাবে নাম লেখাবেন?

News Desk

একমাস ধরে পাত্তা নেই বৃদ্ধার! খোঁজ করতে গিয়ে রান্নাঘর থেকে মিলল দেহ! রহস্য

News Desk

কেন কুরুক্ষেত্রকেই মহাভারতের যুদ্ধের ময়দান হিসাবে বাছা হয়েছিল! জানেন

News Desk