Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আপত্তি হবু পাত্রের দুই জৈবিক কাজে, নিজের জন্য পাত্রের বিজ্ঞাপন দিয়ে ভাইরাল ‘নারীবাদী’ যুবতী

সোশ্যাল মিডিয়া তে সম্প্রতি ভাইরাল হয়েছে ভারতের প্রথম সারির একটি ইংরেজি দৈনিকে বিয়ে সংক্রান্ত একজন যুবতীর দেওয়া বিজ্ঞাপন। ওই বিজ্ঞাপনে নিজের জন্য উপযুক্ত পাত্রের বর্ণনা দিয়েছেন ৩০ বছরের এক যুবতী। ওই বিজ্ঞাপনে সেই পাত্রকে কেমন হতে হবে তার বিবরণ রয়েছে। তুমুল হাসাহাসিতে মেতেছেন সোশ্যাল মিডিয়ার সেই বিবরণ নিয়ে।

groom can not fart or burp this womens ad for groom goes viral

ভারতীয় সমাজে বেশি জায়গা পায় পাত্র-পাত্রীর বিজ্ঞাপনে ধর্ম, বর্ণ, জাতপাতের বিষয়গুলিই। অবশ্য সে সব নেই এই বিজ্ঞাপনে। তবে কেমন হতে হবে রোজগারসে ব্যাপারে বলা আছে। তাঁর হবু বরের যেন প্রতিষ্ঠিত ব্যবসা থাকে ওই মহিলা চাইছেন। সঙ্গে বাংলো অথবা ফার্ম হাউস ২০ একরের জমিতে। যদিও তিনি বিজ্ঞাপনে দাবি করেছেন নিজেকে পুঁজিবাদের বিরোধী বলে। কিন্তু বিজ্ঞাপনটি তে আলোড়ন পড়েনি এ সবের জন্যও। আসলে আর যা যা রয়েছে ওই যুবতী চাহিদার তালিকায়, তা নিয়েই নেটমাধ্যমে চলছে আলোচনা।

তিনি আদ্যন্ত ফেমিনিস্ট, এমনটাই ৩০ বছরের ওই যুবতী জানিয়েছেন। শিক্ষিত তিনি। পিয়ার্সিং রয়েছে তাঁর শরীরে। একটি সমাজসেবী সংস্থায় তিনি কর্মরত। নিজের জন্য তিনি সুদর্শন, স্বাস্থ্যবান পাত্র খুঁজছেন ২৫ থেকে ২৮ বছরের মধ্যে যাঁর বয়স হতে হবে। ২৮ বছরের বেশি হওয়া চলবে না কোনও ভাবেই। সঙ্গে পাত্রকে রান্নাও জানতে হবে। সব থেকে বড় কথা ওই পাত্র দু’টি জৈবিক কাজ কিছুতেই করতে পারবেন না। প্রথমত,বাতকর্ম করতে তিনি পারবেন না। এমনকি পারবেন না ঢেঁকুরও তুলতে। হাসাহাসি করছেন নেটাগরিকরা ৩০ বছরের এই যুবতীর এই ‘সামান্য’ চাহিদায়।

Related posts

করোনা বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ! তাহলে আজ থেকে কি লোকাল ট্রেনে বন্ধ হকারি?

News Desk

নৃশংস! খ্রিস্টান সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে চামড়া ছাড়িয়ে খুঁটিতে ঝুলিয়ে দিল তালিবানরা

News Desk

রাতে এলাকার একা মহিলার বাড়িতে আসতেন BSF জওয়ান! জানাজানি হতেই ফাঁস আসল সত্য

News Desk