Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ডুবন্ত টাইটানিকের থেকে ভাসিয়ে দেওয়া কাচের বোতল বন্দী ফ্রেঞ্চ কিশোরীর চিরকুট মিলল

টাইটানিকের অভিশপ্ত পরিসমাপ্তির কথা যে না জানে। আটলান্টিকের অতলে তলিয়ে যাওয়া এই জাহাজ আজও বলে চলে কত রহস্য। টাইটানিক ডুবলো কি করে এই ঘিরে প্রত্যেকের অদম্য কৌতুহল। তেমনই এক রোমাঞ্চকর বোতল বন্দী চিরকুট ফেলে আসা ইতিহাসকে আবারও জাগিয়ে তুলেছে।

টাইটানিকের রহস্য যা জানার চেষ্টা করলেও নাগালে আসে না সেই রহস্য। তেমনই এক রহস্যের সন্ধান মেলে ২০১৭ সালে, কানাডায়। কানাডার নিউ ব্রান্সউইকের (New Brunswick) একটি ফ্যামিলি ফান্ডি (Fundy) সমুদ্র সৈকতে কাচের বোতলে মধ্যে ভরা একটি চিরকুট কুড়িয়ে পেয়েছিল। চিরকুটটি যত দূর সম্ভব এক ১২ বছরের ফরাসি স্কুল পড়ুয়া ম্যাথিল্ড লেফব্রের (Mathilde Lefébvre) লেখা। বর্তমানে সেই চিরকুটটি কানাডার ডু কুইবেক রিমৌস্কি বিশ্ববিদ্যালয় (The Université du Québec à Rimouski) জনসমক্ষে প্রকাশ করেছেন।

যদিও এই চিরকুটটির সত্যতা নিয়ে সংশয় আছে ও তা প্রমাণ সাপেক্ষ। কিন্তু তাও চিরকুটটি সত্যি হলে তা বাস্তবে হৃদয় বিদারক।

পাওয়া চিরকুটের তথ্য অনুসন্ধান করে দেখা গেছে চিরকুটটির লেখক লেফব্রে ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন। সে তার বাবা ও ভাই বোনের সাথে দেখা করার জন্যে তাঁর মা মেরিকে নিয়ে নিউইয়র্কে আসছিলেন। ১৯১২ সালের ১৫ এপ্রিল লেফব্রে ও তার মা মেরী আরএমএস টাইটানিক-এ (RMS Titanic) উপস্থিত ছিলেন। উত্তর আটলান্টিক মহাসাগরে বরফের হিমবাহের সাথে ধাক্কা লাগে টাইটানিক মর্মান্তিক দুর্ঘটনায় পড়ে ও লেফব্রে ও তাঁর মা প্রান হারান। টাইটানিকে উপস্থিত মোট ২২২৪ যাত্রীর মধ্যে ১৫০০ জনেরও অধিক যাত্রীর মৃত্যু হয়েছিল। টাইটানিক তার প্রথম যাত্রায় শুরুতেই হিমবাহের সামনে পড়ে ডুবে গিয়েছিল। ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর ছাড়ার মাত্র চার দিনের মাথায় এই দূর্ঘটনা ঘটেছিল।

খুজে পাওয়া বোতল বন্দী চিরকুটটি তে ফ্রেঞ্চ ভাষায় লেখা কিছু কথা রয়েছে। সিবিসি-র (CBC) রিপোর্ট অনুযায়ী, ১৯১২ সালের ১৩ এপ্রিল চিরকুটটি লেখা হয়েছিল। চিরকুটে লেখা ছিল “আমি আটলান্টিকের সমুদ্রের মধ্যে এই বোতল টি ফেলে দিচ্ছি। আমাদের আর কয়েক দিনের মধ্যে নিউ ইয়র্ক পৌঁছানোর কথা ছিল। কেউ যদি এটা হাতে পান, লাইভিনের লেফব্রে পরিবারকে জানাবেন’। গবেষকদের মতে, এই চিঠিটি টাইটানিকের ডুবে যাওয়ার সময়ের, তবে এটি আদৌ লেফব্রে লিখেছিলেন কি না বা টাইটানিক বিপর্যয়ের মিডিয়া নিউজ খবর সংগ্রহ চলাকালীন কেউ এটাকে প্রচার পাওয়ার জন্য লিখেছিল কি না সেই নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে।

Related posts

মর্মান্তিক! পনের দাবী না মেটায় বধূকে জোর করে অ্যাসিড খাওয়ালো শ্বশুরবাড়ির লোক

News Desk

কালো-সাদার পর এবার হলুদ ফাঙ্গাসের হানা ভারতে, দিল্লিতে আক্রান্ত ১

News Desk

‘খুব বাজে গান করে’, অভিযোগ পেয়ে সোশ্যাল মিডিয়া স্টারকে থানায় আটক করলো পুলিশ

News Desk