Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মাঠের বাইরেও এগিয়ে এলেন সৌরভ: করোনা আক্রান্তদের চিকিৎসার দিলেন ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর

সৌরভ যে শুধু ২২ গজেই অধিনায়ক হিসাবে সফল নন, মাঠের বাইরেও তিনি সমানে নেতৃত্ব দিতে পারেন, ফের একবার তা দেখিয়ে দিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টসৌরভ গঙ্গোপাধ্যায়। করোনার বিরুদ্ধে মোকাবিলায় এবার আক্রান্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দাদা। করোনা আক্রান্তদের চিকিৎসার প্রয়োজনে তিনি ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দান করছেন।

শনিবার সৌরভের কেনা অক্সিজেন কনসেনট্রেটর কলকাতা-সহ রাজ্যের আরো নানা হাসপাতাল, স্বাস্থ্য সংগঠন ও সেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। সৌরভের অফিস থেকে সূত্রে জানা গেছে, যেহেতু রবিবার, ১৬ই মে থেকে রাজ্যে আংশিক লকডাউন আরও কড়া হচ্ছে, বিভিন্ন পরিষেবা বিষয়ে রাজ্যে কঠোর বিধি নিষেধ লঘু করে দেওয়া হচ্ছে, তাই শনিবারই দ্রুততার সঙ্গে যতগুলি সম্ভব ততগুলি হাসপাতাল ও সংগঠনের হাতে অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেওয়া হচ্ছে সৌরভের পক্ষ থেকে।

জানা গিয়েছে এখনও অবধি বেহালার বিদ্যাসাগর হাসপাতালে দুটি অক্সিজেন কনসেনট্রেটর দান করা হয়েছে। সম্প্রতি রাজারহাটে একটি অক্সিজেন পার্লার হয়েছে। সেখানে দুটি অক্সিজেন কনসেনট্রেটর দেওয়া হয়েছে। আরো জানা যায়, “হুগলির চুঁচুড়ায় একটি সংগঠনের কাছে দুটি অক্সিজেন কনসেনট্রেটর পাঠানো হয়েছে। তারা অক্সিজেন অন হুইল পরিষেবার মাধ্যমে করোনা আক্রান্ত মানুষের বাড়ি বাড়ি পৌঁছে জীবনদায়ী অক্সিজেন দিয়ে আসছে। এই সমস্ত হসপিটাল বা প্রতিষ্ঠান বাদেও বেঙ্গল নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। যে সমস্ত নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধাদের ছেলে মেয়েরা কাজের সুত্রে বা অন্য যে কোনো কারণে বাইরে থাকে, সেই সমস্ত মানুষকে ওনারা পরিষেবা দিচ্ছেন। সেই সমস্ত মানুষের হাতেও একটি অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেওয়া হয়েছে।”

সৌরভ এক বিবৃতিতে বলেছেন, “আমাদের আরও অনেক বেশি মানুষের পাশে দাঁড়াতে হবে। যততা বেশি সম্ভব হাসপাতালের দিকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।” সৌরভ তাঁর টিমকে বলে দিয়েছেন, নিশ্চিত করতে হবে যেন প্রত্যেকটি মানুষ চিকিৎসার সুযোগ পায়। যত বেশি সম্ভব হাসপাতালে যেন অক্সিজেন কনসেনট্রেটরগুলি পৌঁছে দেওয়া যায়।

Related posts

হু হু করে বাড়ছে সংক্রমণে! অ্যান্টিবডি চিকিৎসা দিয়ে রোখা যাচ্ছে না ওমিক্রন! আশঙ্কা গবেষণায়

News Desk

লিপস্টিক ঠোঁটে থাকে না! মেনে চলুন এই পদ্ধতি

News Desk

কন্ডোম ব্যবহার করছেন! কেনার সময় এই বিষয়গুলি মনে না রাখলেই হতে পারে সর্বনাশ!

News Desk