Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মাত্র ৫৫ টাকার ইনভেস্টমেন্ট করলে অ্যাকাউন্টে আসবে ৩৬ হাজার! কেন্দ্রের স্কিমে দুর্দান্ত সুযোগ

দেশের নাগরিকদের ভবিষ্যৎ এর কথা ভেবে রয়েছে কেন্দ্রের বেশ কিছু আকর্ষণীয় স্কিম। এই সমস্ত স্কিমে যদি বিনিয়োগ করেন তাহলে পেতে পারেন এমন কিছু সুযোগ সুবিধা যাতে আপনার আর্থিক সুরক্ষা আরো দৃঢ় হয়। তেমনই এক স্কিম হল ‘প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা’ (Pradhan Mantri Shram Yogi Maan-dhan)।

পেনশনের জন্য বর্তমানে যে একাধিক প্রকল্প মোদী সরকার চালু করেছে তার মধ্যে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ হল, Pradhan Mantri Shram Yogi Maan-dhan (PM- SYM) যোজনা।

ভারতে ইনফরমাল সেক্টরে বা অসংগঠিত ক্ষেত্র কাজ করেন এমন সকল শ্রমিক যাতে তাদের অবসর জীবন ভালো ভাবে কাটাতে পারে সেই কারণেই এই প্রকল্প। এখনও অবধি দেশের ৪৫ লক্ষ মানুষ এই কেন্দ্রীয় সরকারের প্রকল্পের (Central Government’s Project) আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন।

you can get 36 thousand by investing just 55 rupees per month

এই প্রকল্পের লাভ নিলে ৬০ বছর বয়সের পরে প্রতি মাসে নূন্যতম ৩০০০ টাকা অর্থাৎ বছরে অন্তত ৩৬ হাজার টাকা পেনশন পেতে পারেন অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা। তাই আজই দুর্দান্ত প্রকল্পে টাকা ইনভেস্ট করে নিজের ভবিষ্যতকে শক্তিশালী করার এক সুবর্ণ সুযোগ রয়েছে ৷

মূলত যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তাঁরা এই বিশেষ পেনশনটির লাভ পেতে বিনিয়োগ করতে পারেন।

প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন/Pradhan Mantri Shram Yogi Maan-dhan যোজনার অধীনে কি সুবিধা মিলবে?

অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন যারা তাদের জন্য এই কেন্দ্রীয় সরকারী পেনশন প্রকল্পটি এনেছে মোদী সরকার। এই প্রকল্পে বিনিয়োগকারীদের প্রতি মাসে কিছু টাকা বিনিয়োগ করবে। যাতে ৬০ বছর বয়সের পরে প্রত্যেক মাসে ৩ হাজার টাকা গ্যারান্টি নূন্যতম পেনশন পাবেন বিনিয়োগকারীরা। যতদিন জীবিত থাকবেন ততদিন এই পেনশন পাবেন বিনিয়োগকারী।

১৮ বছর থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিরা এই প্রকল্পটির সুবিধা নিতে পারেন। আবেদনকারীর মাইনে মাসে ১৫ হাজার টাকার বেশি হওয়া যাবে না। বিনিয়োগকারীর বয়সের উপর প্রিমিয়ামের পরিমাণ নির্ভর করে। এই পেনশন এক বছরে একে বারে ৩৬ হাজার টাকা বা মাসে ৩০০০ টাকা করেও নিতে পারেন ওই ব্যক্তি। যদি কোনো ব্যাক্তি ১৮ বছর থেকে মাসে ৫৫ টাকা করে বিনিয়োগ করে তাহলে সে ৬০ বছর বয়সের পর বার্ষিক ৩৬ হাজার টাকা পাবে। বয়স যত বেশি হবে তত মাসিক বিনিয়োগের টাকা বাড়বে।

দেশের সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও এই প্রকল্পের সুবিধা চালু রয়েছে। দেশের এই প্রকল্পের জন্যে মানুষ কমন সার্ভিস সেন্টারে গিয়েও এই পরিষেবার অন্তর্ভুক্ত হতে পারবেন। যদি কোনও ব্যক্তি এই প্রকল্পের আওতায় আসতে চান, সেই ক্ষেত্রে জনসেবা কেন্দ্রে গিয়ে তাঁরা PM- SYM অ্যাকাউন্ট খুলতে পারেন।

কী কী লাগবে PM- SYM অ্যাকাউন্ট খুলতে?

PM- SYM-এ অ্যাকাউন্ট খুলতে আবেদনকারীর অত্যন্ত জরুরি দরকার আধার কার্ড এবং ব্যাঙ্ক পাসবুক। অ্যাকাউন্ট খোলার পরে আবেদনকারীকে দেওয়া হবে শ্রম যোগী কার্ড।

Related posts

অ্যাডিডাস, নাইকির জুতো কিনে ঠকছেন না তো! পুলিশি অভিযানে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

News Desk

কিভাবে রোগীর চিকিৎসা করবেন জানতে ইউটিউবে ভিডিও দেখা শুরু করলেন ডাক্তার! ভিডিও ভাইরাল

News Desk

কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে নয়া করোনা রিপোর্ট, দেশে ৩৫ হাজারের নিচে নামল দৈনিক করোনা সংক্রমণ, রাজধানীতে খুলল নার্সারি স্কুল

News Desk