Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

নারী অধিকার প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুবিধা পেতে পারেন আপনিও

সারা পৃথিবীর নিরিখে এখনো যে ভারতবর্ষে মেয়েরা যে অনেকটাই পিছিয়ে পড়া তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই জন্যই

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কন্যাসন্তানদের কথা মাথায় রেখে চালু হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প। নারী অগ্রগতির জন্য কেন্দ্রীয় সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার ফলই হচ্ছে এই বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প। 

এর সাথে সাথেই কেন্দ্রীয় সরকারের আরেকটি প্রকল্প বহু মানুষের প্রশংসা কুড়িয়েছে। যার নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা। ২০১৫ সালের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী ঘোষনা করেন এই প্রকল্পের। এই প্রকল্পটি আসলে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পেরই একটি অংশ। এই প্রকল্পের অধীনে কোনও কন্যাসন্তান তার বাবা-মা বা আইনি অভিভাবকের সঙ্গে ব্যাঙ্কে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারে। সেই ব্যাংক অ্যাকাউন্টে প্রাথমিক নাম সেই কন্যাসন্তানের হতে হবে। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সময় কন্যাসন্তানের বয়স হতে হবে ১০ বছরের মধ্যে। অ্যাকাউন্ট খোলার সময় থেকে ১৫ বছর পর্যন্ত, বা মেয়েটির বিয়ে হয়ে যাওয়া পর্যন্ত ওই অ্যাকাউন্টটি চালু রাখতে হবে। প্রকল্প পুরোপুরি সম্পূর্ণতা পাবে অ্যাকাউন্ট খোলার দিন থেকে হিসাব করে ২১ তম বছরে। সুকন্যা সমৃদ্ধি যোজনার গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল,

১) এই ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ২৫০ টাকা থেকে সবচেয়ে বেশী ১.৫ লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে। 

২) প্রকল্প ঘোষণার সময় সুদের হার ৯.১ শতাংশ এবং ৯.২ শতাংশ হলেও এখন সুদের হার ৭.৬ শতাংশ।

গ) পোস্ট অফিস বা যেকোন ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খুলতে পারেন।

ঘ) এই অ্যাকাউন্ট- এ দেড় লক্ষ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যায়।

ঙ) কন্যার বয়স ১৮ হয়ে গেলে উচ্চশিক্ষার জন্য ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আংশিক অর্থ তোলা যায়।

Related posts

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে সাক্ষাৎ মৃত্যুর মুখে প্রৌঢ়, প্রাণ বাঁচাল রেলের ‘মহিলা RPF টিম’

News Desk

মর্মান্তিক! পনের দাবী না মেটায় বধূকে জোর করে অ্যাসিড খাওয়ালো শ্বশুরবাড়ির লোক

News Desk

ফেসবুকে ‘হাহা’ ইমোজির ব্যবহার করা হারাম!ফতোয়া জারি বাংলাদেশি ইসলামিক ধর্মগুরুর

News Desk