Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং রাজনীতি

বিশাল টাকা ধার নিয়েছেন তৃণমূল পার্থী সায়নী ঘোষ, জেনে নিন তার সম্পত্তির পরিমান?

রাজনীতির ময়দানে পা রেখেই সায়নী ঘোষ (Sayani Ghosh) নজর কেড়েছেন । কোনও দলেই তারকা প্রার্থীর ঘাটতি নেই তৃণমূল হোক কিংবা বিজেপি- শাসক, বিরোধী । কিন্তু  নিজেকে অনন্যা করে তুলতে পেরেছেন সায়নী সকলের মধ্যেই ভোট প্রচারে (Bengal Polls 2021) । নির্ভয়ে কখনও প্রার্থীদের কাছে ছুটে পৌঁছেছেন তো কখনও কয়লা খাদানের অন্দরে ঢুকে পড়েছেন । জনপ্রিয় এই অভিনেত্রীর, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে হারানোই পাখির চোখ । শেষ হয়েছে প্রচারের পালা । বাক্সবন্দি হতে চলেছে তাঁর ভাগ্য । আর তার আগে আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী জানালেন তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব হলফনামায় ।

২০১৯-২০ অর্থবর্ষে সায়নীর আয় ছিল ৪৯ লক্ষ ২ হাজার ৫৬৮ টাকা ৩২ পয়সা নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামা অনুযায়ী । বর্তমানে তাঁর হাতে আছে ৩২ হাজার ৭৭৫ টাকা। পাশাপাশি অভিনেত্রীর নামে রয়েছে ১০ লক্ষ ৩৩ হাজার ৮২৫ টাকা ৮ পয়সা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে । মোট ৮ লক্ষ ৫২ হাজার ৩৭৬ টাকার জীবনবিমা আছে সায়নীর। তবে কোনও বিনিয়োগ করেননি তিনি শেয়ার বাজারে । 

যাদবপুরে সায়নী একটি বহুতল ফ্ল্যাটের বাসিন্দা । ২০১৫ সালে ২৪ লক্ষ ১ হাজার টাকায় ৬৭০ বর্গফুটের ওই ফ্ল্যাটটি কিনেছিলেন । বর্তমানে প্রায় ৩৪ লক্ষ টাকা এটির বাজারদর । তবে তাঁর নামে নথিভুক্ত নেই কোনও কৃষিজমি । বছর চারেক আগে, তিনি ২০১৭-য় ৬ লক্ষ ৭৭ হাজার ৩৬৯ টাকার বিনিময়ে একটি হন্ডা জ্যাজ গাড়ি কিনেছিলেন । সায়নী গাড়ি ও বাড়ি মিলিয়ে ৬৪ লক্ষ ৪৫ হাজার ৫৫৬ টাকা ৫২ পয়সার ঋণ শোধ করে চলেছেন । কিছু ঋণ রয়েছে ব্যাংকের বাইরেও । ঋণের বোঝা তারকা প্রার্থীর মাথায় সব মিলিয়ে মোট ৮৩ লক্ষ ৮২ হাজার ৭৫১ টাকা ৫২ পয়সার ।

এছাড়া তাঁর কাছে ৪ গ্রাম সোনা আছে । ২৩ হাজার ১১২ টাকা যার মূল্য । আয়ের উৎস হিসেবে সায়নী অভিনয়ের পারিশ্রমিক এবং বিজ্ঞাপনকেই হলফনামায় তুলে ধরেছেনে । এদিকে, ২০১১ সালে দ্বাদশ শ্রেণি পাশ করেছেন সায়নী শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে হলফনামা বলছে ।

Related posts

একসঙ্গে জন্মেছিলেন তারা! সেই যমজ বোন একই দিনে মা হলেন! নেহাতই কি কাকতালীয়

News Desk

৪ সন্তান রেখে ১০ বছর আগে প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন, ফিরে আসতেই ঘটলো ভয়ঙ্কর ঘটনা

News Desk

জানেন কি গুগল সার্চে সেক্স সংক্রান্ত কোন ১০ টি প্রশ্ন ইউজাররা সর্বাধিক সার্চ করে। পড়ুন।

News Desk