Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিয়ের পর নিজের স্ত্রীকে সুখী রাখার ৫ অব্যর্থ কৌশল

বিভিন্ন মানুষ অনেক সময় স্ত্রীর মন নানান উপায়ে জয়ের উপায় বাতলেছেন। স্ত্রীকে খুশি করার কিছু অব্যর্থ কিছু টিপস অনেকেই দিয়ে থাকেন। তবে স্ত্রীকে বিছানায় সুখি রাখতে না পারলে সেসব টিপস্ দীর্ঘমেয়াদে কোনো কাজে আসে না।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিয়ের পর স্ত্রী কে খুশি রাখতে যৌনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। উপহার দিয়ে বিয়ের আগে মন জয় করে ঘর হয়তো বাঁধা যায়, কিন্তু যদি স্ত্রীর সাথে বিছানার সম্পর্ক মধুর না হলে সে সম্পর্ক পূর্ণতা পায় না।

যৌনতার দিক থেকে যারা অদম্য, তারা অন্য অনেক দিক থেকে পিছিয়ে থাকলেও যথেষ্ট আকর্ষণীয় নিজের স্ত্রীর কাছে। কিন্তু যৌনতায় উদাসীন হলে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন স্ত্রী।

বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ যৌন সম্পর্ক অনেক বেশি গভীর করে তুলতে পারে। অন্যথায় সঙ্গী একাকীত্বে ভুগতে পারেন, অবসাদ ঘিরে ধরে তাকে।

কোনো স্ত্রীর তার স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কের আগ্রহ কমে গেলে তার প্রতি ভালোবাসা যেমন কমে আসে, এমনকি ওই স্ত্রী অনেক ক্ষেত্রেই তার স্বামীকে বিশ্বাস পর্যন্ত করতে পারেন না। 

বিশেষজ্ঞরা সে কারণে বারবার গুরুত্ব দেন নিজেদের ভেতরের যৌণ সম্পর্ক গভীর করার ব্যাপারে। তারা বলেন, স্ত্রীকে নিজের শারীরিকbসামর্থ্যটা দেখানো। কারণ, একজন নারী যেমন কাছের মানুষটির কাছ থেকে নিরাপত্তা চায়, তেমন শারীরিক শক্তিসম্পন্ন স্বামীও চায়।

যৌন সম্পর্কের সাথে সাথে গুরুত্বপূর্ন যা ত হলো স্ত্রীকে সময় দেওয়া। স্ত্রীকে বেশি বেশি সময় দিলেও সম্পর্কের উন্নতি হয়। এটা  অনেকটা রোজ গাছের পরিচর্যা করে একটি গাছ কে বড় করার মতো। যা ভবিষ্যতে ফুল ফল দিয়ে আপনাকে সমৃদ্ধ করবে।

এছাড়াও খেয়াল রাখবেন তার সাথে হাসিমুখে থাকার। আত্মবিশ্বাসী থাকুন। কারণ, নারীরা ভীরু ধরনের পুরুষকে সেভাবে পছন্দ করে না।  

সবসময় সৎ থাকুন। স্ত্রীর বিশ্বাস ভাঙবেন না। তার বিশ্বাসের অমর্যাদা করলে তাকে সুখি কঠিন হবে। সংসার সুখের রাখতে চাইলে বিষয়টি মাথায় রেখে চলা দরকার। এতে করে স্ত্রী সন্তুষ্ট থাকবে।

Related posts

অশুভ শক্তির কবল থেকে উদ্ধার করতে মার বাবা-মার! হাসপাতালে নিলেও বাঁচলো না শিশুকন্যার

News Desk

রাওয়াতের কপ্টার দুর্ঘটনার তদন্ত নিয়ে সংসদে বিবৃতি রাজনাথ সিং এর! তৈরী হচ্ছে ৩ সদস্যের বিশেষজ্ঞ দল

News Desk

দু’ দুবার বার ডেথ সার্টিফিকেট বার করা হলো ৭৫ বছর বয়সী জীবিত বৃদ্ধের! নেপথ্যে চাঞ্চল্যকর কারণ

News Desk