Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বহু মূল্যের রেলের নির্মীত ফ্ল্যাটের ব্যাবহার হচ্ছে খাটাল হিসাবে , বাস করছে গরুর পাল

রেলের ফ্ল্যাটে রমরমিয়ে চলছে খাটাল। বাস করছে গরুর পাল। বলা যায় গরুর পাল দখল নিয়েছে রেলের (Indian Railways) কোটি টাকার ফ্ল্যাটের ! ঠিক এই রকম ঘটতে দেখা গেছে লিলুয়ায়। এমন অবাক করা কাণ্ডের জন্য অবশ্য দোষারোপ করা ঠিক নয় গরুকে। কারণ বেআইনি খাটাল রেলের আবাসনেই তৈরি করা হয়েছে ।

rail quarter turn into cattle barn

আবাসিকদের অভিযোগ, নতুন চারতলা আটটি ফ্ল্যাট আবাসিকদের না দিয়ে কয়েক ডজন গরু সেখানে রাখা হয়েছে । কয়েক বছর আগে রেল কয়েকটি নতুন চারতলা ভবন গড়ে তোলে লিলুয়া স্ট্রাচি রোডের ৩৩ নম্বর আবাসনের পাশে । সেই আবাসন রেলকর্মীদের হস্তান্তর করার আগেই কয়েকজন সেখানে গরু রাখার খাটাল তৈরি করে নেন । এই ঘটনায় কয়েকজন রেল আধিকারিকও যুক্ত রয়েছে বলে অভিযোগ উঠছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গরুর খাটালের বর্জ্যে ঢেকে যাচ্ছে । আবাসিকদের ক্ষোভ, খাটালের গন্ধে ও গোবরের জন্য । ইঞ্জিনিয়ারিং ও আরপিএফকে জানিয়ে কোনও লাভ ।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারপ্রাপ্ত এক সহকারী ইঞ্জিনিয়ার বিষয়টি স্বীকার করে নিয়ে বলেন, এই ধরনের বেআইনি কারবার চলছে ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শ্রেণির সুপারভাইজারের উদাসীনতায়। তিনি কর্মীদের উপযুক্ত দক্ষতার অভাবও রয়েছে বলে জানান । তিনি বলেন, “এই অঞ্চলে আধিকারিকদের আউট হাউসগুলি দখল নিয়েছেন বহিরাগত মানুষজন। নিকাশি নালার মধ্যে তারা শৌচালয় বানিয়ে ফেলেছে। ফলে এলাকা দূষিত হচ্ছে ।”আবাসিকদের অভিযোগ বিষয়টি আরপিএফের দেখার কথা থাকলেও পদক্ষেপ করছে না বলে ।

Related posts

আবারও কি তৃতীয়বার ছাঁদনাতলায় শ্বেতা তিওয়ারি, কার সাথে সাত পাঁকে ঘুরলেন তিনি

News Desk

রাতারাতি ৫৬ লাখ হবে ৫০ কোটি! কালাজাদু করে বড়লোক হতে গিয়ে পথে বসলো কন্ট্রাক্টর

News Desk

হুগলি নদীর উপরে সাগরে টর্নেডো, আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্যে

News Desk