Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

চলন্ত গাড়ি থেকে অদ্ভুত উপায়ে চুরি, গোটা ঘটনাটি ধরা পড়লো ভিডিওতে! দেখে থ নেটিজনরা

বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ! আজকালকার দিনে কত কিছুই ভাইরাল হয়ে যায়। আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় এই ভাবেই ভাইরাল হওয়া চুরি ও ছিনতাইয়ের অনেক ভিডিও দেখেছেন। অনেক ভিডিও দেখে তো নিজের চোখকে বিশ্বাস হবে না। কিছু কিছু চোর তো এতটাই চালাক, তাদের চুরির পদ্ধতির ভিডিও ক্যামেরায় ধরা পড়লে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজনরাও এই ভিডিও দেখে চমকে যায়। কিছু চোর চুরি করার জন্য খুব অদ্ভুত পদ্ধতি অবলম্বন করে। আজকাল এমনই এক অদ্ভুত চুরির ভিডিও ভাইরাল হচ্ছে।

কি দেখা যাচ্ছে সেই ভিডিওতে:

চুরির এই ভিডিওটি শুধু সোশ্যাল মিডিয়া ইউজারদের চমকেই দিচ্ছে তাই নয়, গোটা ভিডিওটি বেশ মজারও বটে। চোর চুরি করার যে পদ্ধতি অবলম্বন করেছে তা দেখে আপনারও হুঁশ উড়ে যাবে। ভিডিওতে দেখা যায় একটি গাড়ির পেছনে কিছু লাগেজ বোঝাই করা রয়েছে। গাড়িটি ম্যাটাডোর জাতীয়ব একটি গাড়ি। সেই গাড়ি রাস্তায় চলছে। গাড়ির চালক হয়ত স্বপ্নেও ভাবতে পারছেন না তার চলন্ত গাড়ি থেকেও জিনিসপত্র চুরি হতে পারে। যদিও, এই ভিডিওতে তাই ঘটতে দেখা যাচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িটি যখন হাইওয়ে তে তখনই গাড়ির পিছনে একটি বাইক আসে। এই বাইকে দুইজন আরোহী ছিলেন। একজন ব্যক্তি একটি বাইক চালাচ্ছেন, যখন আর একজন ব্যক্তি চলন্ত বাইকে ভর দিয়ে মাল বোঝাই ম্যাটাডোরের পেছনে উঠে পড়েন। এর পরে, তিনি সন্তপর্নে গাড়ির পেছন থেকে কিছু জিনিস নামিয়ে গাড়ির পিছনে চলন্ত বাইক আরোহী তার সঙ্গীকে দেন। এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে একটি বাইকের পেছনে চলন্ত আরেকটি রানিং গাড়ি থেকে। ব্যাস্ত রাস্তায় এমন নির্ভীক চোর আপনি আগে কমই দেখেছেন। ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন।

https://www.instagram.com/reel/CaSiaZHF-GK/?utm_medium=copy_link

ব্যস্ত রাস্তায় চলন্ত গাড়ি থেকে জিনিস চুরি হওয়া সত্যিই একটি অনভিপ্রেত ঘটনা। ভিডিওটি কোথাকার তা এখন পর্যন্ত জানা যায়নি। যদিও ভিডিওটি দেখে মনে হচ্ছে এটি ভারতেই ঘটেছে। ভিডিওটি swami_7773 নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে।

ভিডিওটি এখন পর্যন্ত ২০ লাখেরও বেশি বার দেখা হয়েছে। একই সঙ্গে ভিডিওটিতে লাইক দিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। কমেন্ট সেকশনে সকলে মজার মজার কমেন্টও করেছেন। একজন নেটিজন তো এই ঘটনাকে এক্কেবারে ‘দিবালোকে ডাকাতি’ বলে বর্ণনা করেছেন।

Related posts

কেন কলকাতার ঐতিহাসিক এই লাল বাড়িটার নাম ‘রাইটার্স বিল্ডিং’ হল, জানেন?

News Desk

হর্ন বাজালেও শুনতে পায়নি বধির যুবক! ক্ষিপ্ত তরুণী স্কুটি থেকে নেমে এসে ঘটালো ভয়ঙ্কর কান্ড

News Desk

জগদ্ধাত্রীর বাহন সিংহ, কিন্তু তার নীচে হাতির মৃত শরীর বা হস্তিমুন্ড থাকে কেন?

News Desk