Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং বিনোদন

শারীরিক অবস্থার অবনতি লতা মঙ্গেশকরের, ভেন্টিলেশনে নেওয়া হল শিল্পীকে।

বাগদেবীর আরাধনার দিনই আবারও আশঙ্কাজনক সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা। এই খবরে অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। ফের অবস্থার অবনতি ভারতের প্রবাদপ্রতীম সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের(Lata Mangeshkar)। এএনআই-র সূত্র অনুযায়ী, লতা মঙ্গেশকরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভেন্টিলেটশনে দেওয়া হয়েছে। আপাতত আইসিইউতেই চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

প্রসঙ্গত ৯২ বছর বয়সি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর গত ১১ জানুয়ারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। করোনা উপসর্গ খুব একটা গুরুতর না হলেও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার অসুস্থতা জটিল আকার ধারণ করে। আইসিইউতে ভর্তি করতে হয় তাঁকে। সেই থেকে তিনি টানা ২০ দিনের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

প্রাথমিক ভাবে জানা গিয়েছিল শারীরিক অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়েছে তাঁর। গত সপ্তাহেই ভেন্টেলেশন থেকে বের করা হয়েছিল তাঁকে। এই খবরে কিছুটা নিশ্চিন্ত হয়েছিলেন লতা মঙ্গেশকরের অনুরাগী থেকে দেশবাসী সকলে। কিন্তু তিন সপ্তাহ যেতে না যেতেই আবারও বাড়ল উদ্বেগ। শনিবার ফের চিন্তার কথা জানাল হাসাপাতাল কর্তৃপক্ষ। আবারও কিছুটা অবনতি হয়েছে গায়িকার শারীরিক অবস্থার। আজ ফের এই খবর শোনার পর থেকে তাঁর ভক্ত থেকে শুরু করে তারকারা, তাঁর দ্রুত আরোগ্য কামনার প্রার্থনা করছেন। আপাতত আইসিইউতেই চিকিৎসা চলছে তাঁর। প্রসঙ্গত এর আগে চিকিৎসক প্রীত সামদানি এবং তাঁর মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে ছিলেন তিনি।

লতা মঙ্গেশকর এর মুখপাত্র গায়িকার পরিবারের তরফ থেকে এর আগেই জনসাধারণের কাছে আবেদন রেখেছেন, ‘অনুরোধ, ভুয়ো খবরকে গুরুত্ব দেবেন না। লতাদিদি এখনও আইসিইউতে চিকিৎসাধীন আছেন। বিশিষ্ট চিকিৎসক এবং চিকিৎসক টিমের নজরদারিতে রয়েছেন তিনি। চিকিৎসক এবং পরিবার সদস্যদের তাদের দায়িত্ত্ব পালন করার প্রাইভেসি দিন।’

প্রসঙ্গত লতা মঙ্গেশকরের আরোগ্য কামনায় অযোধ্যা থেকে শুরু সারেগামাপা-র মঞ্চ নানা জায়গায় বিশেষ যজ্ঞ করা হয়েছে। করা হচ্ছে পূজা পাঠ এবং হয়েছে মহামৃত্যুঞ্জয় পাঠও। সুর-সম্রাজ্ঞী যাতে দ্রুত সুস্থ হন সেই কামনাই চলছে সবার মনে।

Related posts

প্রেমের টানে বেআইনি পথে বাংলাদেশে নদীয়ার তরুণী, ১৬ মাস কাটাতে হলো জেলে

News Desk

অনলাইন ক্লাসের জন্য দেওয়া মোবাইলে ফেসবুক! সেখান থেকেই প্রেম করে পালালো দুই ছাত্রী

News Desk

দ্রুত ছড়াচ্ছে ‘টমেটো ফিভার’? কি এই জ্বরের উপসর্গ? ভাইরাসের হাত থেকে বাঁচবেনই বা কিভাবে

News Desk