Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

আবারও দেশে করোনায় মৃতের সংখ্যা হাজার পার! কতোটা ভয়াবহ দেশের করোনা পরিস্থিতি?

করোনা সংক্রমণ কিছুটা কমলেও কমছেনা মৃত্যুহার। যদিও প্রায় দেড় লক্ষের থেকেও কম রয়েছে করোনার দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, করোনায় শেষ ২৪ ঘন্টায় ১৫০০ জনের মৃত্যু হয়েছে। যেখানে গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭২ জন ।

দেশে করোনায় আক্রান্ত (corona affected) হয়েছেন গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ২৭ হাজার ৯৫২ জন। গতকাল ১ লক্ষ ৪৯ হাজার ৩৯৪ দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল।দেশে করোনায় আক্রান্ত হয়েছেন এখনও পর্যন্ত ৪ কোটি ২০ লক্ষ ৮০ হাজার ৬৬৪ জন। দেশে করোনায় মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ৫ লক্ষ ১ হাজার ১১৪ জনের।  দৈনিক পজিটিভিটি রেট কমে ৭ দশমিক ৯৮ শতাংশ হল । 

অন্যদিকে দেশে ১৬৯ কোটি ডোজ প্রয়োজ করা হয়েছে করোনা ভ্যাকসিনেশন শুরুর ৩৮৫ দিনের মাথায় বলে জানিয়েছে কেন্দ্র। শুক্রবার পিআইবি এই তথ্য ভাগ করে নেয় । 

অন্যদিকে, রাজ্যে করোনার (Corona) সংক্রমণ কমছে। শুক্রবার (Friday) রাজ্যের (West Bengal) স্বাস্থ্য দফতর (WB Health Department) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন আগের ২৪ ঘণ্টায় ১,৫২৩ জন। সবমিলিয়ে করোনা সংক্রমিতের (State Corona Cases) সংখ্যা রাজ্যে বেড়ে হল ২০,০৩,৬৯২ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ১,৯১৬ জন। শুক্রবার রাজ্যে ২০,২১৩ জন করোনা সংক্রমিত অ্যাক্টিভ রোগীর সংখ্যা। রাজ্যে করোনা সংক্রমিত হয়ে এই সময় এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩৫ জন। গতকালও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল রাজ্যে ৩৫। সবমিলিয়ে রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা আজ বেড়ে দাঁড়াল ২০,৭৫৮ জন। রাজ্যে করোনায় ৯৭.৯৬ শতাংশ সুস্থতার হার। শুক্রবার রাজ্যে ২,৪২১ জন করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে ফিরেছেন সরকারি হিসেব অনুযায়ী ১৯.৬২,৭২১ জন।

Related posts

যৌনতা নয়! অচেনা মানুষের সাথে বিছানায় শুয়ে এই কাজ করেই মাসে লাখ টাকা আয় তরুণীর

News Desk

শারীরিক প্রলোভনের টোপ! যৌনকর্মীর সাথে দেখা করতে নিষিদ্ধ পল্লীতে গিয়ে বিপাকে ব্যবসায়ী

News Desk

বরফ খুঁড়ে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন ‘অন্য আরেক পৃথিবী’! সামনে এলো নানা বিস্ময়কর তথ্য

News Desk