Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এই কাজগুলি করুন! জীবনে টাকা পয়সার অভাব থাকবে না আর

গৃহে সুখ, সমৃদ্ধি ও শান্তি আনতে কোজাগরী পূর্ণিমার দিন প্রত্যেক গৃহস্থের বাড়িতে লক্ষ্মী পুজো করা হয়। দুর্গা পূজোর দশমীতে প্রতিমা নিরঞ্জনের সাথে সাথেই শুরু হয়ে গিয়েছে কোজাগরী লক্ষ্মী পুজোর (Kojagari Lakshmi Puja 2021) প্রস্তুতি। লক্ষ্মী বড়ই চঞ্চলা। তাই ধুমধাম করে নয়, বরং শান্ত ভাবেই লক্ষ্মীর আরাধনা করা হয় বাড়িতে বাড়িতে। মূলত পূর্ব ভারতের বাংলা, অসম আর ওড়িশা রাজ্যেই এই শারদ পূর্ণিমায় লক্ষ্মী পুজো করার চল রয়েছে। প্রায় প্রত্যেক বাঙালির ঘরে ঘরে সারা বছরই বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো হয়ে থাকে। তবে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে যে লক্ষ্মীর পুজো করা হয় তাকেই কোজাগরী লক্ষ্মী পুজো বলা হয়।

শ্রী লক্ষ্মী ধন সম্পদ, আধ্যাত্মিকতা, সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য এর দেবী। তিনি নারায়নের পত্নীও বটে। নিষ্ঠাভরে লক্ষ্মী পুজো করলে গৃহে থাকে সুখ শান্তি, সমৃদ্ধি। অভাব হয় না টাকা পয়সার। মনে রাখবেন লক্ষ্মী চঞ্চলা। সুষ্ঠ ভাবে দেবীর আরাধনা না করলে তিনি সেই গৃহ ত্যাগ করেন। তাই সংসারে বা জীবনে যাতে মা লক্ষ্মীর কৃপা সম্পূর্ণ রূপে বজায় থাকে সেই জন্যে এমন কিছু কাজ রয়েছে যা কোজাগরী লক্ষ্মী পুজোর দিন করলে দেবী অত্যন্ত সন্তুষ্ট হন।

১) লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন। পূজোর আগে ঘর বাড়ি পরিষ্কার করুন। পুজোর স্থানে একটি পরিষ্কার লাল রঙের কাপড় পেতে তার উপর পুজো করুন। পুজোর আয়োজনের সব সরঞ্জামে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। সম্ভব হলে আপনিও গঙ্গা স্নান করুন।

২) মা লক্ষ্মী শান্তি পছন্দ করেন। তাই এইদিন কোলাহল করবেন না। শান্ত থাকবেন আর কম বাক্যব্যয় করবেন।

৩) লক্ষ্মীর আশির্বাদ লাভ করতে এই দিন যদি লক্ষ্মী পুজোর সঙ্গে একই সঙ্গে নারায়ণ পুজো করা হয়। লক্ষ্মী নারায়ণ এর পত্নী। তাই তাকে পুজো করলে লক্ষ্মী দেবীও সন্তুষ্ট হন।

৪) পুজোর দিন ক্ষমতা মতন বাল্য সেবা করুন। বাল্য অতিথি নারায়নের স্বরূপ। তাই তার সেবা করলে শ্রী লক্ষ্মী সন্তুষ্ট হন। এছাড়া পাঁচটি বাচ্চা মেয়েকে সাধ্য মতন কিছু উপহার দিন। এতে লক্ষ্মী সন্তুষ্ট হন।

৫) এই দিন মা লক্ষ্মীর সামনে পাঁচটি কড়ি রেখে দেবীর পুজো করান এবং সেই কড়ি গুলো টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন।

৬) লক্ষ্মী পুজোর দিন অবশ্যই লক্ষ্মী পাঁচালী পাঠ করুন এবং ১০৮ বার গায়ত্রী মন্ত্রের জপ করুন।

৭) বাড়ির সদর দরজার সামনে অবশ্যই মা লক্ষ্মীর পদ চিন্হ আঁকুন।

৮) সম্ভব হলে চেষ্টা করুন এইদিন রাত জাগতে। শাস্ত্রে কোজাগরী পূর্ণিমার রাতে সারারাত জেগে কাটানোর কথা লেখা আছে৷ ‘কোজাগরী’ অর্থাৎ ‘কে জাগরে’। তাই একে কোজাগরী পূর্ণিমা বলা হয়। বলা হয় ‘ঘুমিয়ে লক্ষ্মী হন বিরূপা, জাগরণে লক্ষ্মীর কৃপা। নইলে কেন জাগে কোজাগরে’।

৯) এই দিন গোবিন্দভোগ চালের পায়েস রান্না করে তা পূর্ণিমার আলোয় রেখে দিন। পরের দিন তা সকলে খান। এতে স্বাস্থ্য উন্নতি হবে।

Related posts

স্রেফ সন্দেহের বশে তিন সন্তানের মাকে বেঁধে ঘণ্টার পর ঘণ্টা মারধর! স্বামী সহ গ্রেফতার ৫ জন

News Desk

দুই পাশে ছেলে-মেয়ের মৃতদেহ নিয়ে ফ্ল্যাটের ঘরে বৃদ্ধা! প্রতিবেশীদের নাকে দুর্গন্ধ যেতেই চাঞ্চল্য

News Desk

কবে মাধ্যমিক -উচ্চমাধ্যমিক পরীক্ষা? জানালেন মমতা

News Desk