Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

গত ২৪ ঘন্টায় দেশে রেকর্ড মৃত্যু , একদিনে করোনার বলি ৬১৪৮

করোনায় হানায় গত ২৪ ঘণ্টার মৃত্যুতে ফের রেকর্ড। একদিনে দেশে মারা গিয়েছেন ৬ হাজার ১৪৮ জনের। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যাও আবারও কিছুটা বেড়েছে।

গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হওয়ার সংখ্যা প্রায় এক লক্ষ ছুঁইছুঁই।কিন্তু হঠাৎ করোনায় মৃতের সংখ্যা এত বেড়ে গেল কি করে? সাস্থ্য মন্ত্রকের সূত্রে খবর বিহারে করোনা ভাইরাসে মৃত্যুর হার ৭৩ শতাংশ বেড়ে যাওয়ায় ভারতে করোনার মোট মৃত্যুর সংখ্যাও বেড়েছে।

বিহার সরকার সূত্রে খবর, বিহারে অনেকের হোম আইসোলেশনে থেকে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে। কেউ বা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গিয়েছেন। সম্প্রতি বিহার সরকার এই সব তথ্য নথিভুক্ত করাতেই বেড়েছে মৃত্যুর সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ভারতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৫৯ হাজার ৬৭৬ জনের।কিন্তু আশার খবর এই যে প্রায় ২ মাস পর দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১২ লক্ষের নিচে নামলো। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী , গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৫২ জন। এই নিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ২ কোটি ৯১ লক্ষ ৮৩ হাজার ১২১।

 কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী , গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে করে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৫১ হাজার ৩৬৭ জন। এই নিয়ে দেশে করোনা থেকে মুক্তি পেলেন ২ কোটি ৭৬ লক্ষ ৫৫ হাজার ৪৯৩ জন।এর ফলে কমেছে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যাও।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে ১১ লক্ষ ৬৭ হাজার ৯৫২। পাশাপাশি দেশে টিকা করনে জোর দেওয়া হয়েছে। এখনও অবধি দেশে মোট টীকা পেয়েছেন ২৪ কোটি ২৭ লক্ষ ২৬ হাজার ৬৯৩ জন।

Related posts

রোজ রোজ একই অশান্তি… শেষে ৫০ হাজার টাকার সুপারি দিয়ে ছেলেকে খুন করালো মা!

News Desk

নিয়মিত সেক্সে বাড়বে ইমিউনিটি? কি বলছে সেক্স বিশেষজ্ঞরা

News Desk

সন্তানের নাম ‘ABCDEFGHIJK’! এমন অদ্ভুত নামকরণের কারণ কী? জানালেন ব্যাক্তি

News Desk