Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

৪০ বছর ধরে অন্ধত্বের শিকার , তাও দিব্যি চোখে দেখতে পাচ্ছেন !

এক ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরল দীর্ঘ ৪০ বছর পর অন্ধ হয়ে যাওয়া! এটাই বাস্তব শুনলে আশ্চর্য লাগলেও। এই সফলতা অর্জন করেছেন সম্প্রতি সুইজারল্যান্ডের গবেষকরা। বিজ্ঞানীরা জিন থেরাপির মাধ্যমে ৪০ বছর ধরে অন্ধ থাকার ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরিয়ে চমকে দিয়েছেন। ওই ব্যক্তির দৃষ্টিশক্তি ফেরাতে সক্ষম হন তারা অপটোজেনেটিক থেরাপি ও বিশেষ চশমা ব্যবহার করে।

blind man gets his eyesight back after being blind for 40 years

গবেষকরা দাবি করছেন, এটাই প্রথম মানুষের ওপর এ ধরনের থেরাপি সফলভাবে প্রয়োগের ঘটনা। তারা এক ধরনের জিন থেরাপি ব্যবহার করেছেন বলে জানিয়েছন চোখের রেটিনা কোষকে পুনঃপ্রোগ্রাম করতে। মার্কিন সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে জানা গিয়েছে, ৫৮ বছর বয়সী এক অন্ধ ব্যক্তি ৪০ বছর ধরে রেটিনাইটিস পিগমেনটোসা নামে স্নায়ুজনিত চক্ষুরোগে ভুগছিলেন। এতে সম্পূর্ণ অন্ধ হয়ে যেতে পারে আক্রান্ত ব্যক্তি চোখের ফটোরিসেপ্টর গুলোর ক্ষতিগ্রস্ত হওয়ায়। কিন্তু ওই ব্যক্তির ফিরেছে দৃষ্টিশক্তি জিন থেরাপির মাধ্যমে আশ্চর্য পদ্ধতি প্রয়োগ করে। তিনি চশমা ব্যবহার করে বর্তমানে দিব্যি যে কোনও বস্তুকে দেখতে পান।

এ সংক্রান্ত গবেষণা বিখ্যাত চিকিৎসা বিষয়ক সাময়িকী নেচার মেডিসিনে নিবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষকরা দাবি করছেন, এই থেরাপি ব্যবহারে চশমা পরা অবস্থায় বস্তু শনাক্ত, অবস্থান নির্ণয় বা গণনা করতে পারেন যে কোনও রোগী। এমনকি তিনি ঘরের ব্যবহার্য জিনিসপত্রও শনাক্ত করতে পারেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চক্ষুবিজ্ঞানের অধ্যাপক রবার্ট ম্যাকলারেন বলছেন এ বিষয়ে , বিজ্ঞানীরা জিন থেরাপি ব্যবহারের মাধ্যমে আংশিক দৃষ্টিশক্তি ফেরাতে সক্ষম হয়েছেন। উল্লেখযোগ্য একটা মাইলফলক এটা। তিনি আরও বলেন, এই পদ্ধতি যদি আরো উন্নত করা যায় ভবিষ্যতে তা রোগীর জন্য অপটোজেনেটিক থেরাপিকে একটি কার্যকর বিকল্প হিসেবে পরিণত করবে বলে আশা করা যায়।

Related posts

একসময় হারিয়ে ফেলেছিলেন যৌন আগ্রহ, সেই সময় সইফের কি প্রতিক্রিয়া ছিল, জানালেন কারিনা কাপুর খান

News Desk

টেরই পাননি দশ মাসে! হঠাৎ করেই পেটে ব্যথা নিয়ে বাথরুমে গিয়ে সন্তানের জন্ম দিলেন তরুণী

News Desk

৩ ডিসেম্বর: ভারত পাকিস্তান যুদ্ধ এবং আরো কিছু স্মরণীয় ঘটনা যা আজকের দিনে ঘটেছিল

News Desk