Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ধেয়ে আসছে ছোটোখাটো এক গ্রহের সাইজের উল্কা, ঢুকে পড়েছে সৌরজগতে? কোন দিকে অভিমুখ?

একটি পত্রিকায় সৌর জগতে প্রবেশ করেছে উল্কা। বিজ্ঞানীরা আকার-আয়তন দেখে নারাজ সাধারণ উল্কা বলতে। বরং এটা একটি বামন গ্রহ আকার, আয়তন দেখে মনে করা হচ্ছে। মহাকাশ বিজ্ঞানীরা এর উপরে নজর রাখছেন আপাতত।

এই উল্কার দিকে নজর পড়ে বিজ্ঞানীদের ২০১৪ সালে প্রথম। ইতিমধ্যে আমাদের সৌরজগতে সেটি প্রবেশ করেছে। এখনো পর্যন্ত শনি গ্রহের কাজ দিয়ে যেতে পারে এই উল্কা যা গতিপথ। এটি সূর্যের খুব কাছ থেকেই যেতে পারে। এর নাম বিজ্ঞানীরা রেখেছেন UN271. টানা সতর্ক দৃষ্টি রেখেছিলেন বিজ্ঞানীরা ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত। আনুমানিক উল্কাটি প্রস্থে ১০০ থেকে ৩৭০ কিলোমিটার। অনেক বড় যা সাধারণ উল্কার মানদণ্ডের থেকে। তাই একে বিজ্ঞানীরা বেশি আগ্রহী বামন গ্রহের তকমা দিতেই।

প্রথম যখন ২০১৪ সালে তখন সূর্য থেকে ২৯ অ্যাস্ট্রোনমিকাল ইউনিটিস (এইউ) দূরে এর দেখা মিলেছিলেন। পৃথিবীর দুরত্ব ১ এএউ সূর্য থেকে। উল্কাটি অতিক্রিম করে ফেলেছে এই কয়েক বছরে বেশ কিছুটা পথ। এখন সূর্যর থেকে ২২ এইউ হয়েছে দুরত্ব কমে। অর্থাৎ দীর্ঘপথ পারি দিয়েছে, সেটি ৭ এইউ। যত কমবে সূর্যর সঙ্গে ব্যবধান ততই এই বামন গ্রহের মধ্যে দেখা যাবে উল্কার বৈশিষ্ট্য। যদিও উল্কার গতিপথের ব্যাপারে পৃথিবীর গতিপথের সঙ্গে এখনই নিশ্চিতভাবে বলেননি বিজ্ঞানীরা।

Related posts

মালিক বিদেশে! ফাঁকা বাড়িতে চলত পুরুষ মহিলার আনাগোনা, কাউন্সিলর খোঁজ নিতেই পর্দা ফাঁস

News Desk

৮ই মার্চ থেকে নিখোঁজ ৭ বছরের ছোট্ট ছেলেটি! স্কুল শিক্ষকের ভয়াবহ নৃশংসতায় থ সকলে

News Desk

মর্মান্তিক ! মায়ের চার্জে থাকা মোবাইল ফেটে মৃত্যু পাশে শুয়ে ঘুমানো আট মাসের শিশুর !

News Desk