Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

অনলাইন বাজারে বিনিয়োগ, বিগ বাস্কেটের ‘মেজোরিটি স্টেক’ নিল টাটা

এবার অনলাইন মুদি এবং ভেজিটেবল মার্কেটে বড় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিল টাটা সন্স। অনলাইন গ্রসেরী জায়ান্ট বিগ বাস্কেটের অধিকাংশটাই কিনে নিল এই কর্পোরেট সংস্থা টাটা সন্স।

দেশ জুড়ে চলছে আঞ্চলিক লকডাউন। বাজার খোলা থাকছে না বেশিক্ষণ। সংক্রমন এড়াতে দেশের মানুষ বাড়ি বসে অনলাইন বাজারের দিকেই ঝুঁকছে। ব্যবসায়িক বিশেষজ্ঞদের মত, নিকট ভবিষ্যতে অনলাইন এ চাল, ডাল বা সবজি, আনাজপাতি ইত্যাদি বেশীর ভাগ কেনা কাটা চলবে। তাই সব দিক ভেবেই অনলাইন গ্রসারী মার্কেটে ইনভেস্টমেন্ট এর এই সিদ্ধান্ত নিয়েছে টাটা ব্র্যান্ড।

অনলাইন বাজারে বিনিয়োগ, বিগ বাস্কেটের 'মেজোরিটি স্টেক' নিল টাটা

সংক্রমণের আশঙ্কায় বাজারে যাওয়ার সাহস নেই জেনY । এমনকি যারা আগে ঘুরে ঘুরে বাজার করায় অভ্যস্ত ছিল তারা বাড়ি বসেই অনলাইনে মুদি বাজারের সুযোগ নিচ্ছেন। দেশের করোনা পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞদের মত, দ্বিতীয় ঢেউয়ের পরে ভবিষ্যতে তৃতীয় ঢেউয়ের ও দিন গুণছে ভারত। এই কারণে আগামী দিনেও অনলাইন গ্রসারি মার্কেটই যে ভবিষ্যৎ তা বুঝতে দেরি করেনি টাটা সন্স নামের এই কর্পোরেট সংস্থা। সময়ের দাম বুঝেই বিগ বাস্কেটের মতো অনলাইন গ্রসারিতে বিনিয়োগ করল টাটা সন্স-এর নিজস্ব সহায়ক সংস্থা টাটা ডিজিটাল।

টাটা সন্স এই ইনভেস্টমেন্টের ফলে বাকি ই-কমার্স জায়ান্ট যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, জিওমার্ট, গ্রফার্সের সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়ল। অনলাইন গ্রসারি মার্কেটে প্রচার পেতে খুব একটা দেরি হয়নি বিগ বাস্কেটের। কিছুদিনের মধ্যেই গ্রসারি দুনিয়ায় নিজেদের ব্র্যান্ড নেম বানিয়েছিল এই কোম্পানি। তাই বিনিয়োগ করার জন্যে বিগ বাস্কেটকেই বেছে নেয় টাটা ডিজিটাল।

টাটা ডিজিটাল এবং বিগ বাস্কেটের মধ্যের চুক্তি অনুযায়ী, অনলাইন গ্রসারি জায়ান্ট বিগ বাস্কেটের সর্বোচ্চ ৬৪.৩ শতাংশের অংশীদার হয়েছে টাটা ডিজিটাল। ২০১১ সালে ব্যাঙ্গালোরে স্টার্ট আপ হিসাবে কাজ শুরু বিগ বাস্কেটের। বর্তমানে সারা দেশের ২৫টি শহরে রয়েছে বিগ বাস্কেট সংস্থার ডেলিভারি।

Related posts

জন্ম থেকেই মাথা জুড়ে ছিল দুই ভাইয়ের, ডাক্তাররা আলাদা করতে গিয়ে যা হলো…

News Desk

মানবদেহে এইচআইভি টিকার পরীক্ষায় এই প্রথমবার অবিশ্বাস্য সাফল্য। চাঞ্চল্যকর দাবি গবেষকদের

News Desk

গয়না ও টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পলাতক স্ত্রী, স্বামী থানায় যেতেই ফোন করে যা বললেন বধূ

News Desk