Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দেশে মারাত্মক আকার নিতে চলেছে করোনা তৃতীয় ঢেউ, একদিনে আক্রান্ত হতে পারে ২-৫ লক্ষ: আশঙ্কা

এক বছর আগে অতিমারি (CoronaVirus) শুরু হয়েছে। কিন্তু কারোর এর শেষ কোথায় তা জানা নেই। ধীরে ধীরে দেশের নানা প্রান্ত যখন আনলক হচ্ছে, সেই সময়ই সতর্কবার্তা জারি হল করোনার তৃতীয় ঢেউয়ের (Covid 3rd Wave)। ভারতে মারাত্মক রূপ নিতে চলেছে করোনার তৃতীয় ঢেউ (Covid 3rd Wave)। তেমনই কানপুর IIT গবেষকের দল ইঙ্গিত দিল। তাঁদের গবেষণায় যে তথ্য উঠে এসেছে, তা দেশে উদ্বেগ বাড়াচ্ছে। সেখানে বলা হয়েছে, আরও ভয়াবহ আকার নিতে পারে করোনা (Covid) সেপ্টেম্বর-অক্টোবরে মাসে। ২-৫ লক্ষ ২৪ ঘণ্টায় সংক্রমণ ছাড়িয়ে যেতে পারে।
তবে এবার এই করোনার (Corona) বিস্তারের জন্য দায়ী থাকতে পারে কোভিডের নয়া প্রজাতি ‘Delta Variant’ ভারতে। এই প্রজাতির আধিক্যে বাড়বাড়ন্ত হয়েছে দেশে স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা জানান যে করোনার দ্বিতীয় ঢেউয়ের (Covid 2nd Wave) সময়। এই ভ্যারিয়েন্টের জন্যই আগামী দিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত হতে চলেছে দেশে, স্বাস্থ্য বিশেষজ্ঞদের এমনই মত।

Covid third wave may cause 2 to 5 lakh infections in a day

এই গবেষণা করা হয় আইআইটি কানপুরের দুই অধ্যাপক রাজেশ রঞ্জন এবং মহেন্দ্র ভর্মার নেতৃত্বে। পেশ করা হয় তারই রিপোর্ট। তবে টিকাকরণের হার বাড়লে মনে করা হচ্ছে, অবশ্যই তৃতীয় ঢেউয়ের ভয়াবহতা কমবে। তবে আশঙ্কা করা হচ্ছে যে তিনটি তা হল:

করোনার নতুন প্রজাতিই ভয়াবহ সংক্রমণ নিয়ে আসবে। যা চরমে উঠবে সেপ্টেম্বরেই। তৃতীয় ঢেউয়ের প্রকোপ অক্টোবরের শেষে শুরু হবে। তবে সর্বাধিক ২-৫ লক্ষ ছুঁতে পারে সংক্রমণের মাত্রা।

গবেষণায় তিন ধরনের আশঙ্কার কথা জানিয়েছেন গবেষক‌রা-
১। সর্বোচ্চ অবস্থায় সেপ্টেম্বর-অক্টোবরে তৃতীয় ঢেউয়ের প্রভাব (Covid 3rd Wave) চলে যেতে পারে। দ্বিতীয় তরঙ্গের চেয়ে (Covid 2nd Wave) কিছুটা কম হবে তার ভয়াবহতা। সংক্রমণের হার দেশে দৈনিক ৩.২ লক্ষ পর্যন্ত পৌঁছতে পারে।

২।করোনার নতুন প্রজাতি আরও সংক্রামক আকার নেবে Delta Variant। যার ফলে দৈনিক সংক্রমণের হার হতে পারে ৫ লক্ষ দেশে।

৩। দ্বিতীয় ঢেউয়ের মতো সংক্রমণের মাত্রা হবে না।
সংক্রমণ যে প্রথম ঢেউয়ের চেয়ে এই তিনটি ক্ষেত্রেই বেশি ভয়াবহ হবে, তেমনই দাবি করা হয়েছে। তবে, পরিস্থিতি কেমন থাকবে টিকাকরণ হয়ে গেলে, গবেষণা চলছে সেই বিষয়ে। এটি শুধু ভারত নয় তৃতীয় ঢেউ আছড়ে পড়বে (Third Covid Wave) প্রায় গোটা বিশ্বেই একই সময়। এবং আরও এক বছর তার রেশ থাকতে পারে।

Related posts

ব্যাঙ্ক কর্মীর ভুলে অ্যাকাউন্টে ঢুকলো ৫ লাখ টাকা, গ্রাহকের দাবী, ‘মোদীজি দিয়েছেন, ফেরত দেব না’

News Desk

আর্থিক বৃদ্ধিতে বিশ্বে এগিয়ে ভারত, সামনে শুধু চিন!

News Desk

বিয়ের পর এই ৩টি জিনিস কখনোই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন না, আজীবন আফসোস করবেন

News Desk