Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

খেলতে খেলতে লক হয়ে গেল গাড়ির দরজা, খুলতে না পেরে ভেতরেই দম বন্ধ দুই শিশুর

শিশুরা বাড়ির বাইরে খেলবে এটাই স্বাভাবিক। ঠিক তেমনি দুই শিশু বাড়ির বাইরে খেলতে গিয়ে আর বাড়িতে ফিরল না। জানা গিয়েছে তাদের দুজনেরই দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে। যেখানে তারা দুজন খেলছিলো তার একটু দূরেই এক গাড়ি দাড় করানো ছিল, আর সেই গাড়িতেই উঠে পড়েছিল তারা। গাড়িতে উঠে বসা মাত্রই গাড়ির স্বয়ংক্রিয় দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। যার ফলে ওই দুই শিশুই শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।

 উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বদায়ুঁ (Badaun) জেলায় সোমবার দিন এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে , সেলিম ও আয়ান নামের মৃত ওই দুই শিশুই ছিল বছর পাছেলের। প্রতিদিনের মতই সোমবার দিন বিকেলেও তারা খেলতে গিয়েছিলো বাড়ির বাইরে। সন্ধ্যে বেলা হয়ে গেলেও তারা দুজন বাড়ি ফিরছিলো না দেখে দুশ্চিন্তা শুরু হতে থাকে পরিবারের। পার্শ্ববর্তী এলাকায় খোঁজ শুরু করে তাদের পরিবার ও আসে পাশের লোকজন। তারপরও কোনও খোঁজ পাওয়া যাচ্ছেনা দেখে মসজিদের মাইক ব্যবহার করা হয়। অবশ্য তাতেও কোনও খোঁজ পাওয়া যায়নি। অবশেষে পুলিশ সেদিন রাত ১০তাঁর দিকে ওই দুই শিশুর মৃত দেহ উদ্ধার করে বাড়িতে খোঁজ দেওয়া হয়েছে।

ওই এলাকায় পুলিশ তদন্তে গিয়ে ওই গাড়ির দিকে নজর পড়ে। যা ওই দুই শিশুর বাড়ির থেকে একটু দূরে দাড় করানো ছিল। এমনকি ওই গাড়িতে পর্দাও দেওয়া। এরমধ্যেই একজন শিশুদের পরিবারের থেকে দেখেছেন যে ওই গাড়ির মধ্যে থেকে একটি শিশুর হাত দেখা যাচ্ছেলতেই দেখা যায় ভেতরে রয়েছে সেলিম ও আয়নের নিথর দেহ। সেখানকার স্থানীয় এক হাসপাতালে দুজনকে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। অবশ্য হাসপাতাল থেকে তাদের দুজনকেই মৃত বলে জানিয়েছে।

সঞ্জীব শুক্লা (Sanjeev Shukla) স্থানীয় পুলিশ আধিকারিক বলেন, “সেদিন শিশুদের বাড়ির আশপাশের অলিগলি খুঁজেও পাওয়া যাচ্ছিল না । তখনই আমাদের কিছু দূরে থাকা একটি স্করপিও নজরে আসে । গাড়িটির জানলায় পরিবারেরই একজন একটি শিশুর হাত দেখে চিৎকার করে ওঠেন।” তিনি আরও জানান যে , “আমরা গাড়ির দরজা খুলি পরিবারের উপস্থিতিতেই । হাসপাতালে ওই দুজনকে ভর্তি করার পরই জানানো হয় যে দুজনই মারা গেছে।”

Related posts

উচ্চমাধ্যমিকে যারা ফেল করেছেন কি পাশ করিয়ে দেওয়া হবে? জল্পনা বাড়াচ্ছে উচ্চ মাধ্যমিক সংসদের বিজ্ঞপ্তি

News Desk

মেয়েকে খুন করেছে, সন্দেহ ছিল বাবা মা এর! অবশেষে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

News Desk

ব্যালকনিতে তাণ্ডব চালাচ্ছে ষাঁড়! আতঙ্কে পরিবার, এভাবেই কাটলো ১৪ ঘণ্টা তারপর…

News Desk