Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং স্বাস্থ্য

বয়স ১৮’র বেশি? করোনা টিকা পেতে এখুনি রেজিস্টার করুন

ভারত বিধ্বস্ত করোনার দ্বিতীয় ঢেউয়ে । সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককেই দেওয়া হবে করোনার টিকা (Corona Vaccine), বড়সড় ঘোষণা করেছে কেন্দ্র। এর জন্য টিকা সরবরাহে যাতে কোনও ঘাটতি না থাকে, বিশেষ নজর দেওয়া হচ্ছে সেদিকেও । এবার প্রশ্ন হল, করোনা ভ্যাকসিন নেওয়ার প্রক্রিয়া কী? কীভাবেই বা টিকা পেতে রেজিস্টার করতে হবে? চলুন জেনে নেওয়া যাক ধাপে ধাপে ।
এর জন্য প্রথমেই আপনাকে রেজিস্টার করতে হবে কেন্দ্রের তৈরি কো ওইন (CoWIN) -এ । কীভাবে করবেন এই রেজিস্ট্রেশন?


১. সর্বপ্রথম cowin.gov.in ওয়েবসাইটে যান। সেখানে নিজের ১০ সংখ্যার মোবাইল নম্বর অথবা আধার কার্ড নম্বর দিন রেজিস্টার করার জায়গায় ।
২. মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা OTP পাবেন। সেটি বসিয়ে ফেলুন।
৩. রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হতেই নিজের পছন্দমতো তারিখ ও সময় বেছে নেওয়া যাবে টিকা নেওয়ার জন্য ।
৪. একটি রেফারেন্স আইডি দেওয়া হবে দিনক্ষণ বেছে নেওয়ার পরই । আপনি টিকাকরণের সার্টিফিকেট পাবেন এর মাধ্যমেই ।

এবার জেনে নেওয়া যাক, সঙ্গে কী কী নথিপত্র রাখা রেজিস্ট্রেশনের সময় আবশ্যক।
নিচের পরিচয়পত্রগুলির মধ্যে যে কোনও একটি বাধ্যতামূলক।
আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আই কার্ড, ড্রাইভিং লাইসেন্স, শ্রমমন্ত্রকের অনুমোদিত স্বাস্থ্যবিমা স্মার্ট কার্ড, ১০০ দিনের কাজের জব কার্ড, সাংসদ/বিধায়ক কার্ড, পাসপোর্ট, ব্যাংক অথবা পোস্ট অফিসের পাসবুক, পেনশনের কাগজপত্র, সরকারি চাকরির সার্ভিস কার্ডের মধ্যে যে কোনও একটি হলেই চলবে।
গতকাল এও জানানো হয় কেন্দ্রের তরফে, যে টিকা প্রস্তুতকারক সংস্থা তাদের উত্পাদনের ৫০ শতাংশ রাজ্যগুলিকে সরাসরি সরবরাহ করতে পারবে। আর পূর্ব নির্ধারিত দামে বিক্রি করা যাবে খোলা বাজারে করোনা টিকা। তবে এই ঘোষণার পর করোনা টিকার জোগান নিয়ে প্রশ্ন উঠছে । কারণ ইতিমধ্যেই ভ্যাকসিনের অভাব দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় ।

Related posts

মর্মান্তিক! মাঝ আকাশে মার্কিন বিমান থেকে খসে ছিন্নভিন্ন হয়ে গেলেন তরুণ আফগান ফুটবলার

News Desk

কাকে বানাবে বয়ফ্রেণ্ড? তরুণী টিন্ডার থেকে ডেকে পাঠালেন ৬ জন যুবক কে! তারপর যা হলো…

News Desk

‘প্লে বয় চাই’, পুরুষ যৌনকর্মী কাজে ছেলে চেয়ে পোস্টার! চাঞ্চল্য ভারতের এই রাজ্যে

News Desk