Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

কেন ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি স্থাপন করা হচ্ছে! জেনে নিন এর পেছনের কারণ

দেশবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি ২৫ ফুট গ্রানাইট মূর্তি স্থাপন করা হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদি। আপাতত সেই গ্রানাইট মূর্তি তৈরি না হওয়া পর্যন্ত একটি নেতাজির একটি হলোগ্রাম মূর্তি ওই জায়গায় থাকবে। আজ ২৩শে সন্ধ্যা ৬টায় নেতাজির হলোগ্রাম মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার টুইট করে নেতাজী সুভাষচন্দ্র বোসের এই মুর্তি নির্মাণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সাথে সাথে এও জানিয়েছেন যতদিন না অবধি মুর্তি নির্মাণের কাজ শেষ হচ্ছে, ইন্ডিয়া গেটে শোভা পাবে নেতাজির হলোগ্রাম স্ট্যাচু। এমন সিদ্ধান্তে স্বভাবতই খুশী দেশবাসী। কিন্তু কেন নেতাজির মূর্তি বসতে চলেছে ইন্ডিয়া গেটে, জেনে নিন এর পেছনের কারণ!

কেন নেতাজী মুর্তি বসতে চলেছে ইন্ডিয়া গেটে:

এই বছরের ২৩ জানুয়ারি তার ১২৫তম জন্মবার্ষিকী। আর এবারের প্রজাতন্ত্র দিবসে থিম বাছা হয়েছে আজাদি কা অমৃত মহোৎসব। ভারতের স্বাধীনতা প্রাপ্তিতে নেতাজির অবদানের জন্য দেশ তাঁর কাছে ঋণী। তাই এই মূর্তি উন্মোচনের মধ্যে দিয়ে দেশ তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাবে। গত সপ্তাহে, সরকার ঘোষণা করেছিল যে এই বছর থেকে, নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু হবে। সাধারণতঃ প্রজাতন্ত্র দিবসের অনুশীলন শুরু হত ২৪শে জানুয়ারি থেকে। কিন্তু নেতাজীর জন্মদিনকে শ্রদ্ধা জানাতেই ২৪শে জানুয়ারির পরিবর্তে ২৩শে জানুয়ারি থেকেই শুরু হবে ভারতের প্রজাতন্ত্র দিবসের উদযাপন। চলবে ৩০শে জানুয়ারি পর্যন্ত, যেদিন মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। জানা গিয়েছে নেতাজিকে বিশেষ সম্মান দিতেই এমন চিন্তা ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও এই দিনের অনুষ্ঠানে ২০১৯-২০২২ পর্যন্ত সুভাষ চন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় সরকার বিপর্যয় ব্যবস্থাপনায় ব্যক্তি-বিশেষ এবং প্রাতিষ্ঠানিকভাবে নিঃস্বার্থ সেবা ও বিশেষ অবদানকে স্বীকৃতি দিতে প্রত্যেক বছর নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে আপদা প্রবন্ধন পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। নেতাজী সুভাষচন্দ্র বোসের জন্মদিন ২৩শে জানুয়ারির দিনই পুরস্কার-প্রাপকদের নাম ঘোষণা করা হয়। নেতাজি জন্মদিন কে স্মরণীয় করে রাখতে এই দিনটি কে পরাক্রম দিবস আগেই ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী সরকার। এবারে তাঁর ১২৫ তম জন্মদিন উদযাপন করতে সন্মনার্থেই এই বিশেষ ব্যাবস্থা, এমনটাই জানা গিয়েছে।

Related posts

অদ্ভুত পেশা! জানেন কি পৃথিবীর এই দেশে লোক নিয়োগ হয় ট্রেনে যাত্রী ঠেলে তোলার জন্যে

dainikaccess

বিয়ের কথা বলে বেপাত্তা যুবক! প্রেমিকের বাড়ির সামনে ১১ দিন বসে তরুণী, অতঃপর

News Desk

কলাপাতায় খাওয়ার খাবার এত গুন জানতেন! জেনে নিন এর আশ্চর্য সব স্বাস্থ্য উপকারিতা

News Desk