Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

কাশ্মীরের মুসলমানদের দাবি নিয়ে কথা বলা আমাদের কর্তব্য, ঘোষণা তালিবানদের! সন্ত্রাসবাদ নিয়ে উদ্বিগ্ন ভারত

তালিবানের পরের টার্গেট কি কাশ্মীরের (Kashmir) মাটিতে সন্ত্রাস চালানো? তালিবানদের সাম্প্রতিক কিছু কথা অবশ্য তেমন আশঙ্কারই ইঙ্গিত করছে। তালিবানের নেতা সুহেল শাহিন একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে কাশ্মীরের মুসলমান ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা (rights of Muslims) করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। তালিবান নেতার এই কথার পরই রীতিমতো তৎপর নিউ দিল্লী।

প্রসঙ্গত তালিবান আফগানিস্তানে ক্ষমতায় আসার পর সেই সুযোগ নিয়ে ইতিমধ্যেই পাকিস্তান নতুন করে ফন্দি আঁটছে ভারতের কাশ্মীর উপত্যকায় নতুন করে সন্ত্রাসবাদের বিষ ছড়ানোর জন্য। তবে এতদিন কাশ্মীরের বিষয়ে সেই ভাবে আগ্রহ না দেখালেও এবারে নিজেদের ভোল পাল্টাতে শুরু করেছে তালিবানরা (Taliban)। কাশ্মীর সমস্যা নিয়ে পাকিস্তানের পাশে দারাবে তালিবান, এমনই জানিয়েছিলেন ইমরান খানের সরকারের এক নেত্রী। এর আগে আফগানিস্তান ক্ষমতা নিজেদের হাতে নেওয়ার পর কাশ্মীর সংক্রান্ত সমস্যাকে ভারত এবং পাকিস্তানের মধ্যে অভ্যন্তরীন বিষয় বলে উল্লেখ করেছিল তালিবানরা। এবং সেই বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করা থেকে বিরত ছিল তালিবান মুখপাত্ররা। তাদের বক্তব্য ছিল, এটা ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যা। এখানে তারা কেউ হয় না কিছু বলার।

কিন্তু নিজদের রূপ পাল্টাতে শুরু করেছে তারা। বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তালিবানের সুহেল শাহিন বলেন, “ভারতের কাশ্মীরের মুসলিম এবং সারা বিশ্বের মুসলমানদের যে কোনও ধরনের দাবি নিয়ে আমরা কথা বলতেই পারি। আমাদের সেই অধিকার রয়েছে।” যদিও, এর কিছুক্ষণ পরই কিছু পরই অন্য আরেকটি সংবাদমাধ্যমকে দেওয়া আরেক সাক্ষাৎকারে কিছুটা নিজের কথা পাল্টিয়ে তালিবান নেতা ভারতকে উদ্দেশ্য করে বলেন, “কাশ্মীরের মুসলিমরা তোমাদের দেশেরই নাগরিক। তাই দেশের আইন অনুযায়ী তাঁদের সর্বত্র অধিকার পাওয়ারই কথা। কিন্তু, তাঁরা বেশিরভাগ ক্ষেত্রেই তারা তা পাচ্ছেন না।”

কট্টরপন্থী সংগঠন এর এহেন মন্ততবে কার্যত নড়েচড়ে বসে ভারত সরকার। বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছিলেন, যাতে আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর সেই দেশে ভারত বিরোধী কোনও গোষ্ঠী কাজ না করে, সেটা নিশ্চিত করাই ভারতের একমাত্র লক্ষ্য। এরপরে তালিবান নেতার এই ধরনের হুমকির পর তালিবানদের সরাসরি হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় কোনও অবস্থাতেই ভারতের বিরুদ্ধে কোনও ধরনের জিহাদি কার্যকলাপ মেনে নেওয়া হবে না।

Related posts

আস্ত নোকিয়ার ৩৩১০ মডেলের ফোন গিলে ফেললেন এক যুবক, তার পর…

News Desk

বছরের মধ্যে এই মাসেই নাকি বারে মানুষের পরকীয়ার প্রবণতা? কী বলছে সমীক্ষা?

News Desk

অ্যাম্বুলেন্স চাইছে মোটা টাকা! সন্তানের শব কাঁধে বাইকে দিশেহারা দরিদ্র পিতা! ভাইরাল ভিডিও

News Desk