Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বিশ্বব্যাপী সংক্রমণ নতুন করে বাড়তে পারে, খোঁজ মিলল নতুন করোনা ভেরিয়েন্ট ‘মু’ এর

কিছুতেই দাপট কমছে না বিশ্বব্যাপী অতিমারীর। নতুন নতুন ভাবে করোনা ভাইরাসের নানা ভেরিয়েন্ট মাথা চাড়া দিয়ে উঠছে। আর তাদের প্রভাবে প্রতিবার নতুন করে নানা দেশে দেখা দিচ্ছে করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত। আবারও এমন এক খবরে বাড়লো উদ্বেগ। নতুন করে এক করোনা প্রজাতির হদিশ মিলেছে দক্ষিণ আমেরিকায়। নতুন এক ভেরিয়েন্ট যার নাম ‘মু’ বা B.1.621 পাওয়া গেছে দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায়। মঙ্গলবারের অতিমারী সংক্রান্ত এক উইকলি ম্যাগাজিনে করোনারভাইরাসের নতুন এই ভেরিয়েন্ট নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (World Health Organization/WHO)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই নতুন করোনা প্রজাতির বিষয়ে বেশি কিছু এখনও জানাতে পারেননি। তাদের বক্তব্য সদ্য খোঁজ মেলা এই ‘মু’ ভাইরাসের স্ট্রেইনটিকে নিয়ে এখনও অনেক গবেষণার প্রয়োজন রয়েছে। তবে প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের ধারণা বর্তমান বাজারে করোনাভাইরাসের যেসব ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে সেগুলি এই ‘মু’ স্ট্রেইনটিকে প্রতিরোধ করতে সক্ষম হবে। স্বাস্থ্য সংস্থার তরফে আরও বলা হয়েছে, ‘মু ভ্যারিয়েন্ট ক্রমাগত মিউটেশনের এমন একটি জায়গায় পৌঁছেছে যেটি এটাই ইঙ্গিত করছে যে স্পাইক প্রোটিনের থেকে প্রতিরোধ ক্ষমতা চলে যাচ্ছে। ‘

তবে সদ্য আবিষ্কৃত হওয়া এই ভাইরাস মিউটেশন করে এমন সংক্রামক হয়ে উঠতে পারে যাতে সারা দুনিয়ায় করোনা সংক্রমণ আবারও নতুন করে বাড়তে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেনোনা বর্তমানে পৃথিবীর বেশিরভাগ দেশেই করোনাভাইরাসের সংক্রমণের হার আবারও নতুন করে বাড়তে শুরু করেছেন। যদিও এর পেছনে ডেল্টা স্ট্রেইনের বিশেষ ভূমিকা রয়েছে। সেই প্রজাতির কারণেই আপাতত নতুন করে নানা দেশে সংক্রমণ বাড়ছে। বিশেষ যে সমস্ত দেশে টিকাকরন সেই ভাবে গতি পায়নি সেখানে সংক্রমণের মাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, মিউটেশন এর ফলে সৃষ্ট চার ধরনের করোনাভাইরাসের প্রজাতি বর্তমানে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে করোনা আলফা ভেরিয়েন্টটি ইংল্যান্ডের কেন্ট শহরে প্রথম শনাক্ত হয়, এরপর ১৯৩টি দেশেও সেটির খোঁজ মেলে। করোনার বিটা ভেরিয়েন্ট এর খোঁজ মেলে ১৪১টি দেশে, ৯১টি দেশে পাওয়া গেছে গামা ভেরিয়েন্ট ও ১৭০টি দেশে ডেল্টা ভেরিয়েন্ট খোঁজ পাওয়া গেছে। এরপর পঞ্চম ভেরিয়েন্ট মু এর খোঁজ পাওয়া গেল।

দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার প্রথম খোঁজ মিললেও এই প্রজাতিটি বর্তমানে দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশ ও ইউরোপের সংক্রমণ বাড়বাড়ন্ত এর জন্য দায়ী বলেও মনে করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে বিশ্বে করোনা সংক্রমণের মান বর্তমানে ০.১ শতাংশের নিচে নেমে এসেছে। অথচ কলম্বিয়ায় সংক্রমণের হার ৩৯ শতাংশ। এর পেছনে কি মু ভেরিয়েন্টর হাত। উদ্বেগ স্বাস্থ্য মহলে।

Related posts

ভাঙা আয়না বাড়িতে রাখলে বা মুখ দেখলে কি সত্যিই নেমে আসে অমঙ্গল?

News Desk

স্ত্রীর ইচ্ছাতেই অন্য পুরুষের সাথে স্ত্রীর যৌনতার ভিডিও রেকর্ড করত স্বামী! হত আপলোড

News Desk

বাংলার এই গ্রামে ভাইফোঁটার দিন পুজো পান চিত্রগুপ্ত! একশ বছরেরও বেশী সময় ধরে চলে আসছে এই রীতি

News Desk