Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

অ্যাম্বুলেন্স চাইছে মোটা টাকা! সন্তানের শব কাঁধে বাইকে দিশেহারা দরিদ্র পিতা! ভাইরাল ভিডিও

বলা হয় সন্তানের শব যেকোনো পিতার পক্ষে সবচেয়ে ভারি একটি বোঝা। কোনো বাবা-মা র কাছে নিজের সন্তানের মৃতদেহ বহনের থেকে বোধহয় মর্মান্তিক আর দুঃখজনক কিছু হতে পারে না। কোনো মাতা পিতার সাথে এমনটা হলে যেকোনো মানুষই তাদের প্রতি সহমর্মী হয়ে ওঠে এবং চেষ্টা করে তাদের দুঃখের বোঝা কিছুটা কম করার। কিন্তু এমন অবস্থাতেও যদি মানুষ অমানবিক আচরণ করে তাহলে তখন আর কিছু বলার থাকে না। সন্তানহারা পিতার দুঃখ ভাগ করে নেওয়ার জায়গায় উল্টে এক অমানবিক দৃশ্যের সাক্ষী থাকলো আবারও দেশ। যেখানে এক পিতা বাধ্য হলেন নিজের সন্তানের শব কাঁধে চাপিয়ে বাইকে পাড়ি দেন ৯০ কিলোমিটার পথ। সম্পূর্ণ ঘটনার ভিডিওটি একটি ট্যুইট করে প্রকাশ করেন অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু।

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। সেখানকার তিরুপতি এলাকার শ্রী ভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে মারা যান এক ব্যক্তির ছেলে। সন্তানহারা হওয়ার যন্ত্রণা কে সঙ্গী করেই মৃত ছেলের শব নিয়ে বাইকে দীর্ঘ পথ অতিক্রম করেন তিনি। কিন্তু কেন? জানুন পুরো বিষয়টা।

কারণ হিসেবে জানা যাচ্ছে প্রাইভেট অ্যাম্বুলেন্স ড্রাইভার ওই ৯০ কিলোমিটার রাস্তা যেতে ২০ হাজার টাকা ভাড়া দাবী করে। সন্তানহারা ওই পিতার পক্ষে এই টাকা ব্যায় করা সম্ভবপর ছিল না তার আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে। কিন্তু বহু অনুরোধেও ওই অ্যাম্বুলেন্স চালক নিজের দাবি করা টাকা থেকে এক টাকাও কম নিতে রাজি হচ্ছিলেন না। আশেপাশের কেউ এই বিষয়ে এগিয়ে এসে তাকে সাহায্যও করেননি। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে এক পরিচিতের বাইকে নিজের মৃত সন্তান কাঁধে উঠে পড়েন ওই ব্যক্তি। সন্তানের মৃতদেহ ওই ভাবেই নিয়ে ৯০ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি। 

চন্দ্রবাবু নাইডুর ট্যুইটের পর এরপরই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। কি ঘটেছে সেই নিয়ে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন এমনটাই জানা গিয়েছে।   

Related posts

ভারতের দৈনিক করোনা পরিস্থিতি ফের নিয়ন্ত্রণে, এরাজ্যের কোভিডগ্রাফে উদ্বেগ বৃদ্ধি

News Desk

ধূমপানে মৃত্যুর আশঙ্কা বাড়ছে , চরম সতর্কতা হু র তরফে

News Desk

কেন পালিয়েছিলেন রাজমিস্ত্রিদের সঙ্গে? পুলিশ ধরতেই জানালো বালির দুই গৃহবধূ

News Desk