Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

চল্লিশে সানি লিওনি। জন্মদিনে সানির গোপন ছবি শেয়ার করে কি লিখলেন সানির স্বামী

চল্লিশটি বসন্ত পার করলেন বলিউডে সবথেকে বেশি আবেদনময়ী নায়িকা। হটেস্ট সানি লিওনি। এখনও তিনি নেট দুনিয়ার সবথেকে বেশি সার্চ করা ওমেন (women)। একচল্লিশে পা দিয়েও দেহে একই রকম জৌলুস। শরীরের প্রতি ইঞ্চি থেকে যেন গ্ল্যামার যেন ঝরে পড়ছে নায়িকার।

চল্লিশে সানি লিওনি। জন্মদিনে সানির গোপন ছবি শেয়ার করে কি লিখলেন সানির স্বামী

তার পিকচার পারফেক্ট ফিগার, মসৃণ ত্বক, চোখ ঝলসে দেওয়া রূপ আর মোহময়ী আবেদন দেখে কত না পুরুষের হৃদয়ে ঝড় উঠেছে , তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বলিউডে প্রবেশের আগে সানি একজন অ্যাডাল্ট স্টার ছিলেন৷ অ্যাডাল্ট সিনেমার জগতে তিনি ছিলেন যথেষ্ট পপুলার কিন্তু সেই জীবন থেকে বর্তমানে সরে এসেছেন তিনি এবং সে নিয়ে সানি লিওনি কখনও কোনো রাখঢাক রাখেননি৷ সরাসরি তাঁর নিজের অতীত জীবন নিয়ে সব কথার উত্তরই দেন তিনি৷

সানি লিওনির জন্ম হয় ১৯৮১ সালের ১৩ মে কানাডার সারনিয়া অন্টারিওতে। তিনি জন্মেছিলেন পঞ্জাবি শিখ পরিবারে। তাঁর আসল নাম করণজিৎ কৌর ভোহরা।

কিছুদিন আগেই স্বামী ড্যানিয়েল ওয়েবারের (Daniel Weber) সঙ্গে তাদের দশ বছরের বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন সানি লিওন (Sunny Leone)। সেই সম্পর্কে লিখতে গিয়ে সানি লিখেছেন এই দশ বছরে তাঁদের সম্পর্কের উষ্ণতা একই রকম আছে। 

এবারে তার জন্মদিনে স্বামী ড্যানিয়েলের তরফে একটি চমকপ্রদ পোস্ট সোশ্যাল মিডিয়াতে। ড্যানিয়েল সানির 2টি ছবি পাশাপাশি পোস্ট করেছেন। একটি বরফের উপর দাড়ানো সানির শৈশবের ছবি উষ্ণ পোশাক পরা এবং কালো পোশাক পরিহিত অবস্থায় সানির একটি সাম্প্রতিক ছবি। ছবিটি শেয়ার করে ড্যানিয়েল লিখেছেন, “তোমাকে ধন্যবাদ দেওয়ার তুমি হয়ে ওঠার মতন !!!! শুভ জন্মদিনের সোনা !!! তুমি জীবনে যেনো সব কিছু পাও !!! তুমি আমার অনুপ্রেরণা !!! আমি তোমায় ভালবাসি !!! “

Related posts

জিন্সের বোতাম খুলে আয়নার সামনে ফটো তুলে ভাইরাল সৌন্দর্য শর্মা! দেখুন অভিনেত্রীর ছবি

News Desk

দ্বিতীয় বিয়েও ভেঙ্গে গেল, অনেক চেষ্টা করেও সম্পর্ক টিকাতে পারলেন না প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফা

News Desk

বাথরুমে নগ্ন ফটোশ্যুট করলেন অভিনেত্রী, কমেন্ট করে অশ্লীল প্রশ্ন নেটিজনদের

News Desk