Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

টলিউডে আবার উত্তেজনা ছড়ালেন শ্রাবন্তী, ওমের সঙ্গে বিবাহের ভিডিও সামনে এলো

শীতের মধ্যে হঠাৎ করেই মেঘলা দিন বৃষ্টি মুখর হয়ে আছে। উত্তরে হাওয়ার কারণে হিমশিতল কলকাতা। এতো রোমান্টিক দিনে রীতিমতো অবাক করলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। কনের সাজে লাল বেনারসি, মাথায় টোপর, গা ভরতি সোনার গয়না পরে ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী। ভিডিওতে তিনি শুধু একা নন পাশে আছেন তার নতুন বর ওম! আর এই ভিডিও দেখে নেটিজেন দের মধ্যে আলোচনা শুরু। অনেকে আবার বলেই ফেললেন তাহলে শ্রাবন্তী চতুর্থ বিয়ে টাও সেরে ফেললেন।

তবে আসল খবরটা খোলসা করা যাক গুঞ্জন রটে যাওয়ার আগেই। আসলে একেবারে ফিল্মি গোটা কাণ্ডটি। আগেই খবর ছিল, প্রথমবার জুটি বাঁধছেন শ্রাবন্তী ও ওম পরিচালক অয়ন দের প্রথম ছবি ‘ভয় পেও না’তে। আর ওমের (Om) সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন এই জুটি এই ছবিতেই।

সোশ্যাল মিডিয়ায় বিয়ে, সম্পর্ক নিয়ে শ্রাবন্তীকে ঘিরে বিতর্কের শেষ নেই। তার উপর ইতিমধ্যেই শোরগোল রয়েছে টলিপাড়ায় শ্রাবন্তীর নতুন প্রেম নিয়ে। তবে তিনি এসব একেবারেই পাত্তা দেন না। বরং নিজের মেজাজে শ্রাবন্তী থাকেন। অন্যদিকে, টেলি অভিনেত্রী মিমিকে চলতি বছরেই বিয়ে করেছেন ওম। আর এবার শ্রাবন্তীর সঙ্গে বিয়েটা সেরে ফেললেন অভিনেতা সিনেমার পর্দায়!

Related posts

ফলোয়ারদের থেকে ৪০০ কোটি টাকা তুলে দুই মাস কোথায় সুন্দরী ইউটিউবার? উঠলো অভিযোগ

News Desk

দাঁত দিয়ে দোকান উদ্বোধনের ফিতে কেটে ভাইরাল পাকিস্তানের মন্ত্রী! সোশ্যাল মিডিয়াতে হাসির রোল

News Desk

টানা ৪২ দিন এই গ্রামগুলির মানুষ থাকে সম্পূর্ন নির্বাক! কোনো কথাই বলেন না তারা

News Desk