Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

অভিনেত্রী উড়ফির খোলামেলা পোশাকে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড, নেটিজেনদের কটাক্ষ ” অন্তর্বাস দেখা যাচ্ছে “

‘ওটিটি বিগ বস’ খ্যাত অভিনেত্রী উরফি জাভেদ এই নিয়ে বহুবার বিতর্কে জড়িয়েছেন অদ্ভুত পোশাক পরার কারণে। উরফি মাঝেমধ্যেই নেতিজেনদের থেকে কটাক্ষের শিকার হন। বেশ কিছুদিন আগেও ইসলাম ধর্ম নিয়ে কিছু বেফাঁস মন্তব্যের জেরে নেটিজেন দের কাছে চক্ষুশূল হয়েছিলেন তিনি। তবে তিনি নিজেই প্রমান করে দিয়েছেন যে তিনি এসব নিয়ে মাথা ঘামান না। সোশ্যাল মিডিয়ায় খোলামেলা পোশাকের ভিডিও পোস্ট করে ফের বিতর্কে জড়িয়ে পড়লেন! সেইটা ভিডিও নেটিজেন দের চোখ এড়ায়নি, উল্টে কটাক্ষ করেছেন বেশিরভাগ মানুষ।

ইনস্টাগ্রামে উরফির ফলোয়ারের সংখ্যা ২ মিলিয়ান। তিনি ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ার সেনসেশন। তবে উরফিকে নিয়ে কটাক্ষই করতে বেশি ব্যস্ত সবাই প্রশংসার বদলে। এই যেমন উরফিকে খোলামেলা পোশাকে দেখে নেটিজেনরা শুরু করে দিলেন চিল চিৎকার। স্পষ্ট বলে উঠলেন নেটিজেনদের একাংশ, ‘আপনার তো ব্রা দেখা যাচ্ছে!’ অনেকে তো বলে উঠলেন, দরকার নেই তো আপনার পোশাক পরার!

হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ উরফি জাভেদ সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাকটিভ । তাঁর অনুরাগীর সংখ্যাও একলাফে বেড়েছে অনেকখানি সম্প্রতি বিগ বস OTT-তে অংশ নেওয়ায়। সম্প্রতি একটি কালো পোশাকে ধরা দিয়েছিলেন সেই উরফিই। যেখানে প্রায় পুরোটাই ট্রান্সপারেন্ট তাঁর শরীরের উপরের অংশের। শুধু পাতলা কালো ফিতেয় স্তনবৃন্ত ঢাকা। অনেকের কাছে এই পোশাকই অদ্ভুত বলে মনে হয়েছে। আর নেটদুনিয়ায় সেই কারণেই নানারকম হাসি-ঠাট্টা শুরু হয় তাঁকে নিয়ে। কেউ বলেন, অভিনেত্রীর কাপড়ের ঘাটতি হয়েছে। কেউ কেউ আবার প্রশ্ন তুলে দিয়েছেন অভিনেত্রীর পোশাক বাছাই ও ফ্যাশনের রুচি নিয়েও। তবে উরফি এসব কুমন্তব্যকে পাত্তা দিতে চান না। উরফির নতুন ভিডিওতে সেটাই ফের প্রকট হল।

Related posts

ভগবানের সঙ্গে যৌন মিলনে স্বর্গীয় সুখ পেয়েছি’, অদ্ভুত দাবি মহিলার

News Desk

দক্ষিণ আমেরিকায় মিলল করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ল্যাম্বদা’ , ছড়িয়ে পড়েছে ২৯টি দেশে

News Desk

ফোনে আলাপ থেকে বিয়ের মর্মান্তিক পরিণতি! কবরে দিদির বিভৎস দেহ দেখে কেঁদে উঠলেন ভাই

News Desk