Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সোনায় হলমার্ক ১৬ই জুন থেকেই বাধ্যতামূলক, আপনার সোনা নেই হলমার্ক? কী করণীয়

সোনার তৈরি গহনায় হলমার্ক থাকা বাধ্যতামূলক করল ভারতের কেন্দ্রীয় সরকার। বুধবার অর্থাৎ ১৬ই জুন থেকেই এই নিয়ম কে বাধ্যতামূলক করা হল। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল এই সম্পর্কে এক বিবৃততে জানিয়েছেন, সারা দেশেই আস্তে আস্তে এই নিয়ম বলবৎ করা হবে। এখনকার মতন প্রথম ধাপে ভারতের বিভিন্ন রাজ্যের ২৫৬টি জেলায় এই নিয়ম কার্যকর করা হচ্ছে।

halmark is mandatory from 16 june what to do

প্রসঙ্গত ২০২১ সালের ১৫ জানুয়ারি প্রথম এই হলমার্ক সম্পর্কিত নিয়ম চালু করা হয়। সোনার গহনা বিক্রী করেন যারা তাদের এই নিয়ম মেনে চলার শেষ সময়সীমা বেঁধে দেওয়া হয় এই বছরেরই ১ জুন পর্যন্ত। কিন্তু এরপরই দেশে ফের আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। দেশের টালমাটাল পরিস্থিতির কথা ভেবে গহনা বিক্রেতারা কেন্দ্রীয় সরকারের কাছে এই হলমার্ক নিয়ম সম্পর্কিত সময়সীমা বাড়ানোর জন্য আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন মেনেই সময় বাড়িয়ে ১৫ই জুন করা হয়। তাই ১৫ই জুন মানে মঙ্গলবার ছিল সেই সময় শেষ হওয়ার শেষ দিন। ভারতের সোনার বাজার কে আন্তর্জাতিক সোনার বিপননীর কেন্দ্র হিসেবে তৈরি করার লক্ষ্যেই এই হলমার্ক নিয়ম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় গ্রাহক বিষয়ক মন্ত্রক।

halmark is mandatory from 16 june what to do

এখন সাধারন মানুষের জিজ্ঞাসা , তা হলে যে সমস্ত গ্রাহকের কাছে সোনার হলমার্ক গহনা নেই, তাদের সেই গয়নার কী হবে?

কেন্দ্রীয় মন্ত্রক এই বিষয়ে জানিয়েছেন, সাধারণ জনতার এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কেননা, আপাতত এই নিয়ম শুধুমাত্র তৈরী হয়েছে বিক্রেতাদের জন্য। যাতে ক্রেতারা যাতে ভাল মানের সোনায় পায়, সেই উদ্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা ছাড়া কেন্দ্রীয় গ্রাহক বিষয়ক মন্ত্রক এটাও জানিয়েছে যে, সোনার গহনা বিক্রেতারা গ্রাহকদের কাছ থেকে হলমার্ক ছাড়া সোনাও কিনতে পারবেন। সেই ক্ষেত্রে কোনও বিধি নিষেধ থাকছে না। ফলে গ্রাহকদের ক্ষেত্রে এই নিয়ম নিয়ে দুশ্চিন্তার কারণ নেই?

কেন্দ্রীয় মন্ত্রক আরও জানিয়েছে, যে সব গহনা বিক্রেতারা বার্ষিক ৪০ লক্ষ টাকার সোনার বেচা কেনা করেন তাঁদের আপাতত এই বাধ্যতামূলক হলমার্কের নিয়মের আওতার বাইরে রাখা হবে।

Related posts

রাজ্যে পরিচারিকাদের বিশেষ প্রশিক্ষন! শেখানো হবে ঘর মোছা থেকে ওয়াশিং মেশিনে কাপড় কাঁচা

News Desk

মরদেহ নিয়ে টানাপোড়েন! স্বামীর মৃত্যুর পর মর্গের সামনে খাট নিয়ে উপস্থিত ২ স্ত্রী

News Desk

বেশী দাম নিয়ে ভারতে খারাপ মানের অক্সিজেন কনসেনট্রেটর পাঠানোর অভিযোগ: কাঠগড়ায় চিন

News Desk