Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

করোনা আবহের মধ্যে সুখবর, ছেলের জন্ম দিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল

করোনা অতিমারী (Corona Pandemic) পরিস্থিতির মধ্যেই যখন চারদিকেই শুধুমাত্র আতঙ্কের খবর তখনই মন ভালো করা সুখবর শোনালেন শ্রেয়া ঘোষাল। মা হলেন টলিউড, বলিউড খ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। শনিবার দুপুরে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শ্রেয়া ঘোষাল। মা এবং ছেলে দুজনেই সুস্থ রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়েছেন শ্রেয়া নিজেই।

করোনা আবহের মধ্যে সুখবর, ছেলের জন্ম দিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল

মার্চ মাসেই প্রথম দিকে নিজের টুইটার এবং ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে ছবি শেয়ার করে প্রেগন্যান্ট হওয়ার কথা জানিয়েছিলেন বাঙালি গায়িকা। একটি ছবিও পোস্ট করেছিলেন শ্রেয়া। যেই ছবিতে দেখা যাচ্ছিল তিনি নিজের বেবি বাম্প ছুঁয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল শ্রেয়াকে। ছবির ক্যাপশনে শ্রেয়া লিখেছিলেন, ”পরিবারে নতুন সদস্য আসছে। শিলাদিত্য এবং আমি এই খবর আপনাদের সকল কে জানাতে পেরে ভীষণ খুশি। জীবনের নতুন অধ্যায় শুরু করতে আপনাদের ভালবাসা এবং আশীর্বাদ চাই।” এছাড়া পরে আবার সন্তান জন্মের আগে আবার নিজের সাধ খাওয়ার ছবিও পোস্ট করেন গায়িকা।

শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় সুখবর দিয়ে শ্রেয়া ঘোষাল লেখেন, “ভগবান আজ দুপুরে আমাদের একটি পুত্রসন্তান দিয়ে আশীর্বাদ করেছেন। এই আনন্দের আবেগ আমি আগে কোনওদিন অনুভব করিনি। শিলাদিত্য, আমি আর আমাদের পরিবারের সকলে ভীষণ ভীষণ খুশি। আমাদের ছোট্ট অথিতি কে অসংখ্য আশীর্বাদে ভরিয়ে দেওয়ার জন্য অজস্র ধন্যবাদ।”

প্রসঙ্গত, এই বছরে পানডেমিকের মধ্যেই কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। বাবা হন বিরাট কোহলি। ফেব্রুয়ারিতে দ্বিতীয় বারের জন্যে মা হয়েছেন করিনা কাপুর। একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এবারে শ্রেয়া ঘোষালের ছেলের জন্মের খবরে ভীষণই খুশি তার অনুরাগীরা। শ্রেয়া কে সোশ্যাল মিডিয়া তে শুভেচ্ছা জানিয়েছেন, দিয়া মির্জা, সোফি চৌধুরী, অনিরুদ্ধ রায়চৌধুরী, সেলিম মার্চেন্ট ইত্যাদি তারকারাও। শ্রেয়া এবং তাঁর পরিবারের নতুন সদস্যের সুস্থতা কামনা করেছেন প্রত্যেকেই। মা এবং সন্তান দু’জনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

Related posts

পরনে সেফটিপিনের তৈরি পোশাক পরে ভাইরাল উরফী! খোঁচা না লাগে চিন্তা অনুরাগীদের

News Desk

একসময় হারিয়ে ফেলেছিলেন যৌন আগ্রহ, সেই সময় সইফের কি প্রতিক্রিয়া ছিল, জানালেন কারিনা কাপুর খান

News Desk

করিনা-করিশ্মার মায়ের সাথে নাকি ‘টাইমপাস’ করতেন রণধীর! রাজ কাপুরের চাপে বিয়ে করেন?

News Desk