Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সম্পর্ক কে মজবুত করতে চান? মেনে চলুন এই ৫ পরামর্শ

আমরা সকলেই চাই সম্পর্কে ভালো থাকতে। একটি সম্পর্ক শ্রদ্ধা, ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে তৈরি হয়। প্রথম থেকেই ‘প্রেম করব’, ‘বিয়ে করব’ এই মানসিকতা নিয়ে সম্পর্ক তৈরি না করাই ভালো। ম্যাট্রিমনিয়াল সাইট থেকে বন্ধুত্ব হলে তখন আলাদা বিষয়। বন্ধুত্ব হল সম্পর্কের প্রথম ধাপ। দুজনের মধ্যেকার বন্ধুত্ব তখনই জোরদার হয়, যখন মনের মিল থাকে দুজনের মধ্যে। পছন্দে মিল থাকে দুজনের। আর এই সব রকম মিল থাকলেই যে প্রেম আসবে তা নয়। জীবনে তো প্রয়োজন ভালো বন্ধুরও। ঝামেলা, ঝগড়া এসব থাকেই যে কোনও সম্পর্কে। তবেই তা জোরদার হয় এক একটা সমস্যা, বাধা পেরোতে পেরোতে। দুজনের মধ্যে স্ট্রং বন্ডিং তৈরি হয়। আমাদের চারপাশে এমন কিছু সম্পর্ক আমরা দেখি, যেগুলো মন এমনিই খুশি হয়ে ওঠে দেখে। এত সুন্দর হয় কিছু সম্পর্কের বোঝাপড়া যে মনে হয় সেখান থেকে আমাদেরও কিছু শিক্ষা নেওয়া প্রয়োজন। আর তাই পড়াশোনার মতো সম্পর্কেও সফল হতে চাইলে মেনে চলতেই হবে এই কয়েকটি টিপস-

প্রেম নাকি কামনা? কিসে আপনার আকর্ষণ বেশি? জেনে নিন

প্রিয় বন্ধু হয়ে উঠুন একে অপরের:
দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়ে ওঠা উচিত প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রী হয়ে ওঠার আগে । একে অপরের সঙ্গে সব কথা শেয়ার করে নেওয়া, মন খুলে কথা বলতে পারাটা খুব জরুরি। তবেই ভালো ওঠা যায় বন্ধু হয়ে।

সম্পর্কে সহজ হওয়া প্রয়োজন:
দুজনের সম্পর্ক হওয়া প্রয়োজন সহজ সাবলীল। এমন যেন না হয় খুব সতর্ক হয়ে বন্ধুর সঙ্গে কথা বলতে হয়। কারণ মেপে কথা বলা যায় না বন্ধু হলে। কোথাও যেন বাধো বাধো ঠেকে মন খুলে সবটা বলতে না পারলে।

মিল থাকুক পছন্দেও
একজন পাহাড় আর সমুদ্র পছন্দ করতেই পারেন অন্যজন। কিন্তু মিল থাকা দরকার ছোট খাটো বিষয়েও। হঠাৎ বাইরে থেকে এলে জড়িয়ে ধরা, পছন্দের খাওয়া, একসঙ্গে সময় কাটানো এগুলো কিন্তু জরুরি। যদি দুজনের মানসিকতায় মিল না থাকে তবে একসঙ্গে সারাজীবন কাটানো দায়।

টিমওয়ার্ক
সম্পর্কটা যখন দুজনের তখন হাতে হাত মিলিয়ে সবটা করতে হবে দুজনকেই। যে কোনও সিদ্ধান্ত, বাড়ির কাজ একসঙ্গেই করা দরকার সব। আমি থেকে আমরা হয়ে উঠলে তবেই সেই সম্পর্কের স্থায়িত্ব বেশিদিন হয়। নিজেদের জীবন কীভাবে চালাবেন নিজেদেরই নিতে হবে সেই সিদ্ধান্ত ।

শক্তির আস্ফালন নয়
দুজনেই সমান সম্পর্কে। কেউ বড় কিংবা কেউ ছোট নয়। দুজনেই প্রাপ্তবয়স্ক। ফলে নিজের ভালোটুকু বুঝে নেওয়ার মতো ক্ষমতা থাকা দরকার সবারই। আর তাই কেউ কাউকে ক্ষমতা দেখাবেন না, কিংবা কোনও বিষয়ে বাধ্য করবেন না। এতে সমস্যা বাড়ে। এর চেয়ে একসঙ্গে দুজনে বসে সিদ্ধান্ত নিন। গায়ের জোরে কিন্তু টেকানো চাপের সম্পর্ক।

Related posts

রান্নাঘরের ৮ রকম কাজ নিমেষে করে ফেলবে এই যন্ত্র! মায়ের কষ্ট দেখে আবিষ্কার মেয়ের

News Desk

প্রকাশ্য রাস্তায় মহিলাকে চড়, লাথি মারছেন এক ব্যক্তি! বাধা দিল না কেউ! কি কারণ?

News Desk

গত ২৪ ঘন্টায় ১৩ শতাংশ কমল আক্রান্তের সংখ্যা, ভারতের কোভিড পরিস্থিতি আশা জাগাচ্ছে

News Desk