Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সঙ্গমের আওয়াজে বিরক্তি, চিঠি লিখে অনুরোধ প্রতিবেশীর

প্রতিবেশির বাড়িতে রাতে সঙ্গমের আওয়াজ প্রতিদিন চলে যায়। আর প্রতিবেশির চিঠি তারপরই, একটু আস্তে, আওয়াজ কানে আসছে। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে সম্প্রতি শুনতে অবাক লাগলেও। এই ধরনের আজব অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে স্কটল্যান্ডের (Scotland) এক যুবক স্টিফেন কানিংহাম নামে ২৬ বছর বয়সি। নিজেই টুইট করে নেটিজেনদের সেকথা জানিয়েছেনও। যা দেখার পর রীতিমতো হাসির রোল নেটদুনিয়াতেও।

সঙ্গমের আওয়াজে বিরক্তি, চিঠি লিখে অনুরোধ প্রতিবেশীর

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গ্লাসগোয় একটি আবাসনে স্টিফেন থাকেন । কয়েকমাস আগেই সেখানে এসেছিলেন তিনি। কিন্তু সম্প্রতি একদিন সকালে তিনি একটি চিঠি হাতে পান। সেখানে তাঁকে উদ্দেশ্য করে লেখা, দেওয়াল খুবই পাতলা এই বাড়ির। তাই সহজেই চলে আসে এক ঘরের আওয়াজ অন্য ঘরে। তাই আমরা স্পষ্ট শুনতে পাই রাতবিরেতে আপনার সঙ্গমের আওয়াজও।

সঙ্গমের আওয়াজে বিরক্তি, চিঠি লিখে অনুরোধ প্রতিবেশীর

দয়া করে আওয়াজ একটু আস্তে হয় যেন , সেই খেয়াল রাখুন। এই প্রসঙ্গে স্টিফেন বলেন, “আমি প্রথমে ভেবেছিলাম কোনও বন্ধু ইয়ার্কি মারছে হয়তো। পরে বুঝতে পারি, এই চিঠিটি লিখেছেন আমারই কোনও প্রতিবেশি হয়তো। তবে তিনি কে? বুঝতে পারছি না সেটা। আমি খুবই হেসেছিলাম অবশ্য চিঠিটি দেখার পর । যদিও কিছুটা লজ্জাও লাগে পরে।” স্টিফেন আরও জানান, চিঠিটিতে তাঁকে অপমান বা কটূক্তি করা হয়নি কোনওভাবেই । বরং বিষয়টি বলা হয়েছে ভালভাবেই।

এদিকে, এরপরই তিনি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন সেই চিঠিটি। সঙ্গে লেখেন, ” প্রতিবেশিরা চিঠি দিয়েছে সঙ্গমের সময় আস্তে আওয়াজ করার আবেদন জানিয়ে।” ইতিমধ্যে অনেকেই সেই চিঠিটি দেখে অবাক হয়ে গিয়েছেন।

Related posts

নিয়মিত যৌন সঙ্গম কি সত্যিই ওজন বাড়ায় ! জেনে নিন।

News Desk

মায়ের বকা থেকে বাঁচতে প্রেমিকের সাথে ঘর ছাড়লো নাবালিকা! এরপরেই যা ঘটলো..

News Desk

মিউকরমাইকোসিসে আক্রান্ত হলে কি করনীয়? নয়া নির্দেশিকা নিয়ে এলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ?

News Desk