Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

তালিবান সন্ত্রাসী সংগঠন! তাদের সমর্থন সংক্রান্ত পোস্টের উপর নিষেধাজ্ঞা ফেসবুক-হোয়াটসঅ্যাপে

আমেরিকা ভিত্তিক সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক সরাসরি তালেবানকে একটি সন্ত্রাসবাদী সংগঠন বলে চিহ্নিত করে, তারা তালেবানের সমস্ত ধরনের পোস্ট এবং তাদের সমর্থনকারীর কোনো ধরনের মন্তব্য ও সংশ্লিষ্ট সমস্ত পোস্টকে তাদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ ঘোষনা করেছে। কারণ তারা আফগানিস্তানের সশস্ত্রগোষ্ঠী তালেবানকে সন্ত্রাসবাদী মনে করে। শুধু তাই নয় তালিবান সম্পর্কিত কি পোষ্ট হচ্ছে ফেসবুকে কনটেন্টর উপর নজরদারির জন্য একটি বিশেষ টিম তৈরি করেছে ফেসবুক। শুধু ফেসবুকই নয় তাদের মত একই পথে হোয়াটসঅ্যাপও।

সাথে সাথে ফেসবুক এও জানিয়েছে যাঁরা তালিবানের সমর্থনে ফেসবুক প্ল্যাটফর্মে কোনও ধরনের পোস্ট বা মন্তব্য করবেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। একই নীতি হোয়াটসঅ্যাপ (WhatsApp)এবং ইনস্টাগ্রামের (Instagram) ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক আই এন সি (Facebook Inc) -এর এক মুখপাত্র মঙ্গলবার জানান, ‘ বিপদজনক সংগঠন’ (dangerous organisations) সংক্রান্ত ফেসবুকের সব নিয়মাবলি মেনেই তালিবানের বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান, ‘আমরা আফগানিস্তানের সব পরিস্থিতির উপর নজর রাখছি। তালিবানের সমর্থনে করা ফেসবুকের পোস্টগুলি খুজে তা ডিলিট করে দেওয়া হবে। আর যেই অ্যাকাউন্ট ব্যাবহার করে এমন পোস্ট করা হয়েছে, সেটিও নিষিদ্ধ করা হবে।’ আফগানিস্তানে সক্রিয় তালিবান গোষ্ঠীগুলির হোয়াটসঅ্যাপ গ্রুপ বা তাদের সমর্থনকারী হোয়াটসঅ্যাপ গ্রুপের বিরুদ্ধেও একি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সমগ্র আফগানিস্থানজুড়েই এখন চলছে তালিবানদের দাপট। মার্কিন সেনা সরতেই সেই দেশের দখল নিয়েছে তালেবানরা। ভয়ে কাঁপছে সাধারণ আফগানরা। খণ্ডিত করা হচ্ছে মানবাধিকার। নারী নিরাপত্তাও গভীর সংশয়ে। এই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। এমন পরিস্থিতিতে এবার জঙ্গি গোষ্ঠী তালিবানদের বিরুদ্ধে পদক্ষেপ নিল ফেসবুক।যদিও জানা যাচ্ছে, ফেসবুক তাদের ‘বিপজ্জনক সংগঠন’ হিসাবে চিহ্নিত করার পরেও তালিবান ফেসবুকের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আগের মতোই ব্যবহার করে চলেছে।

Related posts

চাঞ্চল্যকর! পাগল প্রেমিকের চক্করে নাজেহাল যুগল! পুলিশের নিরাপত্তায় সারতে হল বিয়ে

News Desk

প্রতি বছর প্রায় একই দিনে ভাদ্র সংক্রান্তির দিনই কেন হয় বিশ্বকর্মা পুজো! কারণ জানেন

News Desk

M.A পাশ করেও বেকার! লোকাল ট্রেনে হকারি করে দিন গুজরান করছেন প্রতিবন্ধী যুবক

News Desk