Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

স্কুল জীবনেই হারান ভার্জিনিটি, ২০ বছরেই বাবা হতেন রণবীর, সামলেছেন কে জানেন?

স্কুলে পড়াকালীনই প্রেমিকার সঙ্গে সঙ্গম। অভিনয়ে আসার আগেই ২০ বছর বয়সেই নাকি হয়ে যেতেন বাবাও। সেই অবস্থা থেকে কে ফিরিয়ে আনে ঋষি কাপুরের ছেলে কে? জেনে নিন বিশদে।

বলিউডের প্লে বয়ের তকমা আগেই পেয়েছেন। ক্যারিয়ারের শুরু থেকেই একাধিক নায়িকার সঙ্গে প্রেম, বান্ধবী, ইত্যাদি ঘিরে বেশ রঙিন জীবন ঋষি পুত্রের। দীপিকা, কাটরিনার মত নায়িকাদের সাথে প্রেম করেছেন চুটিয়ে। এখন তার জীবনে এসেছেন বি টাউনের সেনসেশন আলিয়া ভাট। খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন তারা, এমনটাও জানা যাচ্ছে।

স্কুল জীবনেই হারান ভার্জিনিটি, ২০ বছরেই বাবা হতেন রণবীর, সামলেছেন কে জানেন?

কিন্তু এর বহু আগেই বিয়ে করে নিতে চেয়েছিলেন তিনি। ৩৮ বছর বয়সী এই অভিনেতা বাবা হতে হয়েছিলেন এই তারকা ২০-র কোঠাতেই। সে কথা জানিয়েছিলেন নিজের মুখে রণবীর। ব্যাপারটা কী ভাবছেন? আসলে সদ্যই রণবীর কাপুর-দীপিকা পাড়ুকোন অভিনীত ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি পা দিল ৮-এ। আরকিছুতেই নিজেকে মেলাতে পারছিলেন না রণবীর এই ছবির বানি তথা কবীর থাপারের চরিত্রর সঙ্গে । কোনওরকম সাংসারিক গন্ডিতে নিজেকে না বেঁধে, বানির বাউন্ডুলে জীবন পছন্দ ছিল। সেখানে কোনও বারণ থাকবে না, কোনও ছক থাকবে না গতে বাঁধা…. বানির অনীহা বিয়ে, প্রেম,সন্তান- সবকিছু নিয়েই ছিল ।

সেই ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি সিনেমাটির ট্রেলার লঞ্চের সময় মঞ্চে দাঁড়িয়ে রণবীর জানিয়েছিলেন তার জীবনের সত্যিটি, তিনি বলেন ‘আমি যখন ২০ এর কোঠায় তখন বিয়ের জন্য ব্যাস্ত হয়ে পড়েছিলাম। বলছিলাম আমি বিয়ে করতে চাই, সন্তানের বাবা হতে চাই’।

এর পাশাপাশি এও জানান রণবীর তখন কে তাকে সামলেছিল, রণবীর জানান তার বন্ধু পরিচালক অয়ন মুখার্জী সামলায় তাকে। বলেন তখনই অয়ন আমায় সামলায়, বলে ‘সবে তো কেরিয়ারের শুরু, জীবনটা একটু দেখেশুনে নেও, তারপর বিয়ে করো’।

এখন অবশ্য আলিয়ার সাথে মজবুত হয়েছে তার সম্পর্ক। রণবীর জানান করোনার কারণে তার এবং আলিয়ার এখনও একসাথে সাত পাকে ঘোরা হয়নি। পরস্থিতি একটু অনুকূল হলেই সানাই বাজবে তার এবং আলিয়ার বিয়ের।

Related posts

পঞ্চাশের ‘তরুণ’ Milind Soman শেয়ার করলেন ডায়েট চার্ট, জেনে নিন ফিটনেসের রহস্য!

News Desk

তৃতীয় বিয়েতেও মেলেনি সুখ! সঙ্গমে অক্ষম রোশন! অভিযোগ নিয়ে কি জানালেন তিনি

News Desk

সেক্সী হওয়ার ইচ্ছায় নিতম্ব উন্নত করলেন মডেল! যৌন সঙ্গম করতে গিয়ে পড়লেন ফাঁপরে

News Desk