Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

ক্যাটরিনার বিয়েতে কি উপহার দিলো প্রাক্তন প্রেমিক সালমান, রণবীর? জানলে অবাক হবেন

সাত পাকে বাঁধা পড়েছেন ক্যাটরিনা কাইফ (katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। বৃহস্পতিবার ৯ই ডিসেম্বর বিয়ে করেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ধুমধাম করে বিয়ে সেরেছেন দুজনে। রাজস্থানের এক ৭০০ বছর পুরোনো দুর্গ, সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে ক্যাটরিনা-ভিকির এই রাজকীয় বিয়ে আয়োজিত হয়েছিল। জনপ্রিয় এই বলিউড জুটি ভিক্যাট’-এর বিয়েতে সামিল হয়েছিলেন বহু বলিউড তারকা এবং পরিচিতরা। কিন্তু এই আমন্ত্রিতদের তালিকায় কোথাও ছিল না দুজনের নাম। একজন রণবীর কাপুর ও আরেকজন বলিউডের ভাইজান সালমান খান। প্রসঙ্গত এই দুজনই হলো কাটরিনা কাইফের প্রাক্তন প্রেমিক।

কিন্তু বিয়েতে উপস্থিত না থাকলেও তারা ক্যাটরিনা কাইফকে বিয়ের উপহার পাঠাতে ভোলেননি। আর সেই উপহার এর মূল্য শুনলে চোখ কপালে উঠবে বহু মানুষের।

রাজস্থানে বিয়ে সম্পূর্ণ করে মুম্বাই ফিরেছেন নব দম্পতি। আর তারপর থেকেই আসতে শুরু করেছে বিয়ের উপহার। জানা গিয়েছে, কাটরিনার বিয়েতে তার দুই প্রাক্তন প্রেমিক সলমন খান এবং রণবীর কপূর নাকি সকলের থেকে অনেক বেশি দামের উপহার দিয়েছেন। সলমন খান নবদম্পতিকে উপহার দিয়েছেন ৩ কোটি টাকা দামের একটি গাড়ি। ঋষি পুত্র রণবীর কাপুর উপহার দিয়েছেন ২.৭ কোটি টাকা দামের হিরের একটি নেকলেস!

তবে ক্যাটরিনার বাকি অভিনেতা অভিনেত্রী বন্ধু বান্ধবরাও প্রচুর নামী দামী উপহার দিয়েছেন। সূত্র অনুযায়ী আলিয়া ভাট ক্যাটরিনা কে উপহার হিসেবে দিয়েছেন লাখ টাকা দামের পারফিউম! অনুশকা শর্মা দিয়েছেন ৬.৪০ লাখ টাকা দামের হিরের কানের দুল। তাপসী পান্নু নিজের অভিনেতা বন্ধু ভিকিকে দিয়েছেন ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি প্ল্যাটিনামের রিস্ট ব্রেসলেট। শাহরুখ খান দিয়েছেন একটি দেড় লক্ষ টাকা দামের মূল্যবান পেন্টিং। হৃত্বিক রোশন দিয়েছেন ৩ লক্ষ টাকা দামের একটি বাইক।

ভিকি কৌশল নিজের স্ত্রী ক্যাটরিনা কাইফ কে বিয়েতে দিয়েছেন একটি নীলকান্ত মণি আর হিরে খচিত আংটি। যা দেখলে মনে পড়ে ব্রিটেনের রাজপরিবারের বধূ লেডি ডায়নার আংটির কথা। তবে উপহারের দিক থেকে সকলকে পেছনে ফেলেছেন ক্যাটরিনা নিজেই। কী দিলেন তিনি ভিকি কে? ১৫ কোটি টাকা দামের একটি অ্যাপার্টমেন্ট।

Related posts

উন্মুক্ত বক্ষ বিভাজিকায় বিকিনিতে সাহসী দিশা পাটানি! হট পোজে ছবি পোস্ট করলেন নায়িকা

News Desk

নির্যাতনের শিকার! জেঠতুতো দাদার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সাহায্য প্রার্থী অভিনেত্রী

News Desk

কেন বিয়ে করছেন না সালমান খান? বহু চর্চিত এই প্রশ্নের উত্তর দিলেন তার ভগ্নিপতী আয়ুষ

News Desk