Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

এই রাজ্যে কবে ফের চলবে লোকাল ট্রেন, কি জানালো রেল কর্তৃপক্ষ

রাজ্য জুড়ে চলছে কার্যত লকডাউন। বন্ধ বেশিরভাগ প্রতিষ্ঠানের পাশাপাশি গণ পরিবহনও। ফল মিলেছে হাতেনাতে। রাশ এসেছে রাজ্যের করোনা সংক্রমনে। এমন অবস্থায় আস্তে আস্তে ছাড় মিলছে বহু পরিষেবাতেই। যদিও আগামী ১৫ই জুন অবধি চলবে লকডাউন তাও কোভিড বিধি মেনে রাজ্য কে ধীরে ধীরে সচল করছে প্রশাসন। কিন্তু কবে থেকে ফের চলবে রেল? এই ব্যাপারে কি জানালো রেলের তরফে।

সুখবর! রেলের কর্মী স্পেশাল ট্রেনে ওঠার ছাড়পত্র মিলল এই সেক্টরের কর্মীদেরও

নির্দেশ পেলে ১৫ই জুনের পর থেকেই তারা ট্রেন চালাতে প্রস্তুত। এমনটাই জানিয়েছে পূর্ব রেলের জন সংযোগ আধিকারিক, সূত্রে খবর। রেলের তরফে আরও জানানো হয়েছে লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত রাজ্যে সরকারের। তাই এই বিষয়ে শেষ কথা বলবে রাজ্য সরকার। রাজ্য সরকার বললে আবারও চালু হবে লোকাল ট্রেন। 

সংবাদ সংস্থা সূত্রে খবর পূর্ব রেলের মতো লোকাল ট্রেন ফের চালাতে তৈরী দক্ষিণ পূর্ব রেলও। দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক এই প্রসঙ্গে বলেন, ‘রাজ্য সরকার যখনই নির্দেশ দেবে, তখনই চালু হবে লোকাল ট্রেন। রেল সিস্টেম তৈরি। যেমন যেমন নির্দেশিকা আসবে, তেমন ভাবেই রেল চলবে। লোকাল ট্রেন চালাতে আমরা প্রস্তুত’।

লোকাল ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগে পড়ছেন বহু মানুষ। কিন্তু বাংলায় করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে এই জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হয়। প্রসঙ্গত লোকাল ট্রেন বন্ধের ঘোষণার আগে করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন রেলের বহু কর্মী। পরিষেবা চালু রাখতে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন রেল কর্তৃপক্ষ। যার জেরে দিন প্রতিদিন কমছিল লোকাল ট্রেনের সংখ্যা। শেষমেশ পুরোপুরিই বন্ধ করা হয় রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা।

উল্লেখ্য সাধারণের জন্য লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হলেও চলছিল স্টাফ স্পেশাল ট্রেন। সাস্থ্য কর্মী এবং ব্যাঙ্ক কর্মীদের সেই লোকাল ট্রেনে ওঠার অনুমতিও মিলেছিল। এতে কিছুটা সুরাহা হয় জরুরি পরিষেবার সাথে যুক্ত মানুষদের।

Related posts

পর্ন ভিডিও দেখে ছোট ভাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন! অন্তঃসত্ত্বা হলেন ১৫ বছরের কিশোরী

News Desk

আপনার কেনা ময়দা ও আটা ভেজাল নয়তো! সহজ পরীক্ষায় কীভাবে বুঝবেন জেনে নিন

News Desk

রান্নায় নুন বা হলুদ বেশী পরে গিয়েছে! এই সব ঘরোয়া উপায়ে হয়ে যাবে চটজলদি সমাধান…

News Desk