Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ঘুরে বেড়াচ্ছে কালো রোমশ মাকড়সা, ট্যারেন্টুলা সন্দেহে তটস্থ হাওড়ার শ্যামপুরের বাসিন্দারা

এলাকায় বেশ কয়েকটি বাড়িতে দেখা মিলছে বেশ বড় ধরনের কালো লোমযুক্ত মাকড়সার। অভিযোগ এই ধরনের মাকড়সার কামড়ে এলাকায় এক যুবকের মৃত্যুও হয়েছে কিছুদিন আগে। সম্প্রতি এই কালো রোমশ মাকড়শা ঘিরেই আতঙ্ক ছড়িয়েছে হাওড়ার শ্যামপুরের কাটাগাছি মন্ডলপাড়া এলাকায়। এই কালো রোমশ মাকড়সা আদতে ট্যারেন্টুলা এমন সন্দেহে ভয়ে কাঁটা হয়ে রয়েছে এলাকাবাসীরা।

এলাকাবাসীর কথায় এমন কালো রোমশ মাকড়সা মাঝে মধ্যেই ঘরে ঢুকে আসছে। কি করে তাড়াবে তারা বুঝে উঠতে পারছেন না। পাশাপাশি অনেকের ঘরেই রয়েছে ছোট ছোট বাচ্চা, সেই ক্ষেত্রে কোনো বাচ্চাকে এই মাকড়সা কামড়ালে কি হবে, ভেবেই নাজেহাল সবাই।

যদিও এই মাকড়সার প্রজাতি ট্যারেন্টুলা নয় বলেই জানিয়েছেন বন দফতর।
মাকড়শা আতঙ্কে কিছুদিন আগেই ভয়ার্ত গ্রামবাসীরা নাকোল গ্রাম পঞ্চায়েতে খবর পাঠায়। নাকোল পঞ্চায়েত থেকেই বন দফতরে খবর দেওয়া হয়। এরপরই বন দফতরের কর্মীরা ওই গ্রামে গিয়ে বেশ কয়েকটি মাকড়সা ধরে সদর দফতরে নিয়ে আসেন। বন দফতরের কর্মীরা এখনও অবধি ওই মাকড়সা প্রজাতির ব্যাপারে বিশেষ কিছু বলতে পারেননি। তবে এটি মাকড়সার ট্যারেন্টুলা প্রজাতি নয় বলে দাবি করেছেন হাওড়া জেলা বন আধিকারিক রাজু সরকার। যদিও প্রাণী বৈজ্ঞানিকদের থেকে জানার আগে অবধি এই বিষয়ে নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না।

এমনকি এলাকায় যে যুবকের মৃত্যু হয়েছে, তাও এই মাকড়সা কামড়ানোর ফলে কিনা, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বন আধিকারিকরা। তাদের কথায়, ‘ওই মাকড়সার কামড় থেকেই যুবকটির মৃত্যু হয়েছে কিনা, তা চিকিৎসকরা বলতে পারবেন।’ তবে গোটা বিষয়টি নিয়ে গ্রামে যে একটি আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে হয়েছে তা স্বীকার করে নিয়েছেন বন দফতরের রাজু সরকার। এই আতঙ্ক দূর করতে বন দফতরের তরফে প্রচার চালানো হবে এবং এই মাকড়সা সম্পর্কে সতর্ক থাকার বার্তা দেওয়া হবে এমনটাই জানিয়েছেন জেলা বনাধিকারিকরা।

Related posts

চলে গিয়েছেন ৯ জনই, ১১তম স্ত্রীকে তাই দড়ি দিয়ে বেঁধে সাথে নিয়ে ঘোরেন ৭৫ বছরের বৃদ্ধ

News Desk

ভারতের চিকেন টিক্কা মশালা কিভাবে হয়ে উঠল ব্রিটিশদের জাতীয় খাদ্য! জানা আছে কাহিনী

News Desk

ফুচকা খাওয়া নিয়ে মহিলাকে অশ্লীল মন্তব্য! ঘটনা ঘিরে দুই পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ি, আহত বহু

News Desk