Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

রাজ্যে চলবে প্রাক বর্ষার বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর?

কিছুদিন আগেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়েছিল রাজ্যে। এর পর থেকেই তিন চারদিন রাজ্যের কিছু কিছু জেলায় চলছে রেকর্ড বৃষ্টিপাত।

আবার গতকাল থেকেও শুরু হয়েছে রাজ্যে বৃষ্টি। তাহলে কি বর্ষা ঢুকে পড়ল। কি বলছে আলিপুর আবহওয়া দপ্তরের পূর্বাভাস?

রাজ্যে চলবে প্রাক বর্ষার বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর?

আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ২ সপ্তাহের মধ্যেই রাজ্যে আসতে চলেছে বর্ষা। ইতিমধ্যেই বিহার এবং তৎসংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলির উপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। আর এর জেরেই সক্রিয় হবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। যার জেরে আগামী গোটা রাজ্যে জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনা প্রবল। কোথাও কোথাও বৃষ্টির সাথে চলবে ঝোড়ো হাওয়া। কিন্তু এখনই মিলবে না আদ্রতা জনিত গরম থেকে সস্তি। বরং আগামী কয়েকদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় তাপমাত্রার পারদ আরও কিছুটা চড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে।

প্রসঙ্গত কেরলে নির্ধারিত সময়ের থেকে দুই দিন পর আগামী বৃহস্পতিবার ঢুকছে বর্ষা। যার জেরে শুধু রাজ্যে নয় পূর্ব ভারতের একাধিক রাজ্যে চলবে প্রাক বর্ষার বৃষ্টি। আরও সক্রিয় হবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আগামী কয়েদিন এমনভাবেই প্রাক বর্ষার বৃষ্টি চলার পর পাকাপাকিভাবে বর্ষা ঢুকবে রাজ্যে। আগামী কয়েকদিন এমনই থাকবে বঙ্গের আবহাওয়া, মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এবছর গোটা ভারতেই স্বাভাবিক বর্ষা হবে বলে আগেই জানিয়েছিল মৌসম ভবন। পাশাপাশি এই রাজ্যে এই বছরে বর্ষার বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক থাকবে।

Related posts

বিবাহিত হয়েও স্বমেহনে অভ্যস্ত? এটা কি কোনো অসুস্থতার লক্ষণ? কি বলছে বিশেষজ্ঞরা

News Desk

‘ভুল’ ইঞ্জেকশনের ফলে হাত ফুলে মৃত্যু রোগিণীর, গ্রেফতার ভুয়ো নার্স

News Desk

বিয়েতে মেলেনি বাইক! রাগে ৬ বছরের শালার গলায় শিঙাড়া ঠুসে দিলেন জামাইবাবু, পরিণতি মর্মান্তিক

News Desk