Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

এবারে রাজ্যে মদ বিক্রিতেও ছাড়। এই নির্ধারিত সময়ে খোলা থাকবে মদের দোকান

করোনা সংক্রমনের জের কমতেই রাজ্যে খুলছে মদের দোকান। বিধি নিষেধ মেনেই নির্ধারিত সময়ে এবার থেকে খোলা থাকবে মদের দোকান।

মে মাসের শুরুতেই ক্রমবর্ধমান করোনা সংক্রমনের জেরে রাজ্যে জারি হয়েছিল লকডাউন। অতি প্রয়োজনীয় সামগ্রী ছাড়া বাকি প্রায় সমস্ত কিছুর উপরই বিধি নিষেধ জারি করেছিল রাজ্য সরকার। সকালে ১০টা অবধি খোলা থাকছিল বাজার। আর দুপুর ১২ টা থেকে ৫টা অবধি খোলা থাকছিল মিষ্টির দোকান। এছাড়া অতি প্রয়োজনীয় কিছু সামগ্রী আর ওষুধের দোকানের উপর ছিল ছাড়। চালু ছিল অনলাইন ডেলিভারিও। এমনকি মদের অনলাইন ডেলিভারিও মিলছিল।

এবারে রাজ্যে মদ বিক্রিতেও ছাড়। এই নির্ধারিত সময়ে খোলা থাকবে মদের দোকান

এই কড়া লকডাউনের সুফলও মিলেছে হাতে নাতে। রাজ্য জুড়ে কমছে সংক্রমনের হার। কিছুটা হলেও কমেছে মৃত্যুও। তাই পূর্ব ঘোষনা মতন ১৫ই জুন অবধি কার্যত লকডাউন জারি থাকলেও কিছু কিছু বিধি নিষেধে মিলছে শিথিলতা। তেমনটাই ঘোষনা মূখ্যমন্ত্রীর তরফে। এবার থেকে নির্ধারিত সময়ে খোলা থাকবে বই এবং অন্যান্য রিটেল বা খুচরো দোকান ইত্যাদি। এরকম আরও কিছু দোকান আছে।

কিন্তু সেই ক্ষেত্রে মদের দোকান খোলা কী করে? জানা যাচ্ছে সরকারি নির্দেশিকায় অনুযায়ী খোলা থাকবে খুচরো দোকান। আর সেই আওতায় আসছে লিকার শপও। সেকারণেই দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত খোলা থাকবে মদের দোকান। তবে দোকান খোলা থাকলেও জারি থাকবে কঠোর কোভিড প্রোটোকল ব্যবসায়ীদের জন্যে। এমনকী, কোনো এলাকায় যদি সংক্রমণ বেড়ে যায়, তাহলে আবার মদের দোকান খোলার অনুমিত ফিরিয়ে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। কোনো কারণে মদের দোকানে অতিরিক্ত ভিড় বা জমায়েত হলেও দোকান বন্ধ রাখা নির্দেশও দেওয়া হতে পারে।

Related posts

এবারে বাংলা পাঠ্যে সুশান্ত সিং রাজপুত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করল সুশান্ত অনুগামী!

News Desk

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত প্রায় ৩.৫ লক্ষ, ২৪-ঘণ্টায় মৃত ৪ হাজার

News Desk

পরিবারের উপরে অভিমান! খিচুড়ি রেঁধে খেয়ে ঘরে আগুন লাগিয়ে দিলেন ব্যবসায়ী!

News Desk