Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

শর্ত সাপেক্ষে উত্তরপ্রদেশের মন্দিরে দেব দর্শনের অনুমতি যোগী সরকারের, কি সেই শর্ত?

সারা দেশেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় কিছুটা লাগাম টানা গিয়েছে। করোনায় দৈনিক মৃতের সংখ্যা যথেষ্ট থাকলেও তাও আস্তে আস্তে কমছে। তাতে আশা জাগছে একাধিক রাজ্যে। কিছু কিছু রাজ্য হাঁটছে আনলকের পথে। সংক্রমনে পর্যদুস্ত দিল্লী পর্যন্ত সংক্রমনের গ্রাফ নিচে নামায় আনলক করছে বেশ কিছু ক্ষেত্র করোনা সাবধানতার মধ্যেই। এবারে কিছুটা সেই পথে হাঁটলো উত্তরপ্রদেশ সরকারও। পয়লা জুন থেকে উত্তর প্রদেশের অযোধ্যার (Ayodhya) সমস্ত মন্দির দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার বড়সর সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh Government)। যদিও এই নির্দেশিকার সাথে সাথে রয়েছে একাধিক কড়া কোভিড বিধি যা মন্দিরে প্রবেশের ক্ষেত্রে মানতে হবে কঠোর ভাবে।

কি বিধি নিষেধ রইবে দেব দর্শনের ক্ষেত্রে?

সূত্রের খবর যে সমস্ত ব্যাক্তির করোনার ভ্যাকসিন নেওয়া রয়েছে তারাই পারবে মন্দির দর্শন করতে। কিন্তু ভ্যাকসিন নেওয়া থাকলেও কঠোর ভাবে ব্যাবহার করতে হবে মাস্ক এবং স্যানিটাইজারের। সাথে সাথে মেনে চলতে হবে কঠোর সামাজিক দুরত্ব বিধি। অযোধ্যার জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে কোনো ভাবেই একই সাথে এক সময়ে ৫ জনের বেশী মানুষ মন্দিরে প্রবেশ করতে পারবেন না। মানতে হবে সোশ্যাল ডিস্টান্সিং।

প্রসঙ্গত রামনবমীর আগ দিয়েই ক্রমবর্ধমান করোনা সংক্রমনের কারণে অযোধ্যার সমস্ত মন্দির বন্ধ হয়ে যায়। তবে দেশে আবারও করোনা সংক্রমণ কিছুটা কমায় কড়া কোভিড বিধিনিষেধ মেনে ফের মন্দির খুলতে চাইছে কর্তৃপক্ষ।

মন্দিরের পাশাপাশি ১লা জুন থেকেই করোনা সম্পর্কিত লকডাউনের বিধিনিষেধ কিছুটা শিথিলতা এনেছে যোগী সরকার। উত্তরপ্রদেশের ৬টি জেলায় করোনা কারফিউ সংক্রান্ত নির্দেশিকায় রদবদল এসেছে। জেলার কনটেইনমেন্ট জোনের বাইরের বাজারগুলিকে সপ্তাহে ৫ দিন খোলার অনুমতি দেওয়া হয়েছে।

Related posts

দেশে আবারও কিছুটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুর সংখ্যা। প্রায় একই থাকছে কোভিড গ্রাফ

News Desk

মহিলার যৌনাঙ্গে কন্ডোম! আর তার ভেতরে.. তল্লাশি নিতে গিয়ে চোখ ছানাবড়া সুরক্ষাকর্মীদের

News Desk

অনলাইনে আলাপ, বিয়ের চার বছর পরও কুমারীত্ব হারাননি! নেটমাধ্যমে বিস্ফোরক তরুণী

News Desk