Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

যৌনতার নেশা, ফেসবুক-হোয়াটসঅ্যাপ কে পেছনে ফেলে দিয়েছিল পর্নহাব! বলছে সমীক্ষা

নীল ছবির নেশা এখনও বহাল তবিয়তে মজুত রয়েছে মানুষের মনে। ফ্রী টাইমে মানুষ এতেই আকর্ষিত হয় বেশি। কিন্তু কিভাবে বলা হচ্ছে এই কথা? আসলে সম্প্রতি সারাবিশ্ব জুড়েই হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দেয় ফেসবুক (facebook), হোয়াটস্যাপ (whatsapp) এবং ইনস্টাগ্রাম (instagram)। অন্তত ৬ ঘন্টার বেশি সময় ধরে বন্ধ ছিল এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া গুলি। আর এই অবসরেই প্রচন্ড পরিমানে ট্রাফিক বেড়ে যায় বিখ্যাত পর্নগ্রাফি সাইট পর্নহাবের। সম্প্রতি এরকমই খবর পাওয়া যাচ্ছে।

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে প্রকাশিত খবর অনুযায়ী, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম আচমকাই বন্ধ হয়ে যায় গত সোমবার ভারতীয় সময় রাত ৮ টা ৪৫ নাগাদ । ভারত তো আছেই সাথে গোটাবিশ্বের বেশিরভাগ দেশের ইউসার রা এই অভিযোগ তুলতে থাকেন। এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া এপ্লিকেশন গুলি বন্ধ থাকায় মারাত্বক হাড়ে ট্রাফিক বাড়তে থাকে পর্নহাবের। সাধারণত প্রত্যেক দিন যত সংখ্যক ট্রাফিক থাকে তার তুলনায় কমপক্ষে ১০.৫ শতাংশ ট্রাফিক বেশি ছিল সেই সময়।

পর্নহাবের ইনসাইট টিমের পক্ষ থেকে এই প্রসঙ্গে জানানো হয়েছে, ফেসবুকের সার্ভিস যতক্ষণ ডাউন ছিল, ততক্ষণ প্রায় পাঁচ লক্ষ করে নয়া ইউজার পর্নহাবে সময় কাটিয়েছেন প্রতি ঘণ্টায়। অনেকেই যা জানার পর হতবাকও হয়েছেন। যদিও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম পরবর্তীতে চালু হতেই ধীরে ধীরে ইউজার কমতে শুরু করে।

এদিকে, সোমবারের পর শুক্রবার মধ্যরাতে ফের অচল হল ফেসবুক ও ইনস্টাগ্রাম। টুইটারে ক্ষমাও চাইল ফেসবুক মাত্র কয়েকদিনের মধ্যেই দু’বার এই অচলাবস্থা সৃষ্টি হওয়ায়। প্রায় ঘণ্টাদুয়েক পরে অচলাবস্থা নিয়ন্ত্রণে আসে শুক্রবার মধ্যরাতে। পরবর্তীতে টুইটারে ফেসবুকের তরফে জানানো হয়, ” যে সমস্যা তৈরি হয়েছিল গত দুই ঘণ্টা ধরে সেজন্য আমরা ক্ষমাপ্রার্থী। একজন অন্যজনের সঙ্গে যোগাযোগের জন্য আমাদের উপরে আপনারা কতটা নির্ভর করেন। আরও একবার ধন্যবাদ একই সপ্তাহে ফের ধৈর্য ধরার জন্য।” রাত একটা নাগাদ ইনস্টাগ্রামের তরফেও জানানো হয়, বহু ইউজার তাঁদের ছবি ও ভিডিও শেয়ার করতে গিয়ে সমস্যায় পড়েছেন।

রাত আড়াইটের দিকে জানানো হয় যে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে । টুইটারে তারা জানিয়ে দেয়, ” এখন সব কিছু ঠিক হয়ে স্বাভাবিক হয়ে গিয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।”

Related posts

সস্তার ফ্যাশন জুয়েলারি ভেবে রাস্তা থেকে কেনা কমদামী পাথর আসলে সাড়ে ২৩ কোটির হীরা!

News Desk

বাঙালির শুভ কাজে লাগে পান পাতা! জানেন কি পান পাতার বহু ভেষজ ঔষধী গুন?

News Desk

সুইমিং পুলে বাচ্চাদের সাথে জলকেলি করছে বিশালাকার পাইথন! হাড়হিম করা ভিডিও ভাইরাল

News Desk