Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

নার্সের কাজ খুইয়ে নামেন অ্যাডাল্ট ছবির জগতে! এখন মহিলার আয় শুনলে চোখ কপালে উঠবে

১৫ বছর নার্সের কাজ করেছিলেন। এক সহকর্মীর অভিযোগে খুইয়েছিলেন সেই চাকরি। প্রথমে কিছু দিন ভেঙে পড়লেও পরে ঘুরে দাঁড়ান অ্যালি রে। এখন মাসে কোটি টাকা রোজগার করেন তিনি।

আমেরিকার বস্টনের বাসিন্দা ৩৭ বছরের অ্যালি রে। তাঁর স্বামী এবং তিন সন্তান করেছে। জানা গিয়েছে, নার্সের কাজের পাশাপাশি OnlyFans নামক ওয়েবসাইটে একটি চ্যানেল ছিল অ্যালির। সেই কথা একদিন জেনে যায় তাঁর এক সহকর্মী। কেবল নিজে জানাই নয়, হাসপাতাল কর্তৃপক্ষকেও অ্যালির চ্য়ানেলের কথা জানিয়ে দেয় ওই সহকর্মী। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের রোষের মুখে পড়েন  অ্যালি রে। তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

অ্য়ালি জানান, প্রথমে কিছুটা ভেঙে পড়লেও। পাশে দাঁড়ার তাঁর স্বামী। OnlyFans ওয়েবসাইটের যে চ্যানেলের জন্য তাঁর চাকরি গিয়েছে, সেই চ্যানেলকেই পেশা করার পরামর্শ দেন মহিলার স্বামী। যেমন ভাবনা তেমন কাজ। OnlyFans নামক ওয়েবসাইটের ওই চ্যানেলকেই পেশা করেন মহিলা। বর্তমানে ওই চ্যানেল থেকেই মাসে ২ কোটিরও বেশি টাকা রোজগার করছেন তিনি। নার্সের পেশা ছেড়ে দেওয়ায় মনে কোনও আফশোস নেই বলেও জানিয়েছেন অ্যালি রে। 

Related posts

স্কুল চত্বরে আচমকাই ৫ম শ্রেনির ছাত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরলো অপরিচিত যুবক! তারপর…

News Desk

কুকুর সাঁতার কাটতে পারদর্শী হলেও বিড়াল জল ছুঁতে চায় না! কেন এমন স্বভাব জানেন?

News Desk

‘স্যার, আমার স্ত্রীর হাত থেকে বাঁচান, ও আমাকে…’, স্বামীর কথা শুনে হেসে ফেলল পুলিশও

News Desk