Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ওমিক্রন আক্রান্তদের থেকে যাচ্ছে লং কোভিডের সম্ভাবনা? কতোটা ভয়ের?

প্রায় বছর দুয়েক ধরে কোভিডের জন্য জেরবার হয়ে গেছে সবাই, আর সাথে ছিল মৃত্যুভয়, কিন্তু এখন এই অবস্থার পরিবর্তন এসেছে। আবিষ্কার হয়েছে করোনার টিকা। অনেকেই কোভিডের টিকা পেয়েছেন। সাথে সাথে কোভিডের লক্ষণ অনেক পাল্টেছে এবং তীব্রতা কিছুটা হলেও কমেছে। যদিও সংক্রমণের দিক থেকে ওমিক্রন, ডেলটার তুলনায় প্রায় কয়েক গুন বেশি সংক্রমণ ছড়ায়। পাশাপাশি অনেক দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। তবে বেশিরভাগই বাড়িতে থেকেই সুস্থ হচ্ছেন। হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়ছেনা। তাছাড়াও অক্সিজেনের ঘাটতি বা শ্বাসকষ্টের মতো সমস্যাও হচ্ছেনা । কিন্তু সর্দি, কাশি, জ্বর, মাথাব্যথা এই ধরণের লক্ষণ ছিল। যদিও চিকিৎসক মহলে এই নতুন ভ্যারিয়েন্ট নিয়েও চিন্তা কাটেনি। আগামী দিনে এই ওমিক্রন কি রূপ নেবে বা এর কি পরিণতি হবে বা মৃত্যুহার কত হতে পারে এই নিয়েই চিন্তা ভাবনা চলছে।

সমগ্র বিশ্ব করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল পরিস্থিতির শিকার হয়েছিল। প্রচুর মানুষের মৃত্যুর খবর প্রতিদিন আসছিল। অক্সিজেনের অভাব, হাসপাতালে বেড নেই, স্বাস্থ্যকর্মীর অভাব- সব মিলিয়ে সেই সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। এছাড়াও শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণ, বুকে ব্যথা বা শরীরে ব্যথা এসব অনেকের ক্ষেত্রে কিন্তু অনেকদিন স্থায়ী ছিল। বিশেষত বেশিরভাগই কিন্তু দীর্ঘদিন ভুগেছেন শ্বাসকষ্টের সমস্যায়।

আবার সেই সব সমস্যা ওমিক্রনের ক্ষেত্রে নেই। এমন নয় যে সরাসরি শ্বাসযন্ত্রে আঘাত করছে। শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, অক্সিজেনের অভাব এসব কিন্তু তেমনভাবে দেখা যায়নি গলা ব্যথা, সর্দি, কাশির সমস্যা থাকলেও। তবে ওমিক্রন ডেল্টার তুলনায় প্রায় ৪ গুণ সংক্রমণ যোগ্য বিশেষজ্ঞরা বলছেন। আর তার ফলে অচিরেই তা হয়ত কোভিডের সবথেকে ভয়াবহ স্ট্রেইন হয়ে উঠতে পারে।

এই ডেল্টা ও ওমিক্রন SARs-COV-2 এর দুটো রূপ। এই দুই এর ক্ষেত্রেই মাথাধরা, জ্বর, কাশি সাধারণ। কিন্তু এবার অনেকেরই গন্ধ চলে যাওয়ার মত সমস্যা হচ্ছে ওমিক্রনে। প্রথমদিকে এই সমস্যা কিন্তু একেবারেই ছিল না। যদিও এই স্বাদ, গন্ধ চলে যাওয়ার মত সমস্যা অনেক বেশি তীব্র ছিল ডেল্টায়। রোগ-লক্ষণ সাধারণ ফ্লু এর মতই যারা ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন তাঁদের সবার ক্ষেত্রে। কিন্তু সংক্রমণ থেকে সেরে উঠলেও বেশকিছুদিন সমস্যা কিন্তু থেকে যাচ্ছে। লং কোভিডের সমস্যায় বেশিরভাগই ভুগছেন। যা কিন্তু আগের দুই তরঙ্গে তেমন দেখা যায়নি।

তেমন পাত্তা দিচ্ছেন না কেউ ওমিক্রনকে। এখন কোভিড নিয়ে মানুষের মনের সেই ভয়টাও অনেক কেটে গিয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা ওমিক্রনকে হালকা ভাবে না দেখতে বারবার বলছেন। রোগ প্রতিরোধ ক্ষমতা যাঁদের শরীরে কম অনেকের ক্ষেত্রেই কিন্তু তা জটিল হচ্ছে। তবে অনেক পরিবর্তন আসছে রোগ লক্ষণে। তাই সতর্ক থাকতে হবে।

Related posts

ভিকি- ক্যাটের বিয়েতে মোবাইল ফোনে সেল্ফি নিষিদ্ধ হলে যাবেন না এই বলিউড অভিনেতা! স্পষ্ট জানালেন

News Desk

ইঞ্জেকশন না নাৎসীদের মত গ্যাস চেম্বারে! কিভাবে মরতে চাও, বন্দীকে জিজ্ঞেস করলো কোর্ট

News Desk

দাঁত মাজার সময় এই সব ভুল ভ্রান্তি করছেন না তো। সাবধান হয়ে যেতে পারে মারাত্বক ক্ষতি

News Desk