Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কামসূত্রে বলা এই কয়েকটি নিয়ম মেনে চলুন, আপনার যৌন জীবন সুখের হবেই

সেক্স , যৌনতা, মিলন, শারীরিক সম্পর্ক – এই সমস্ত কথা আজকের একবিংশ শতাব্দীর মানুষেরও জনসমক্ষে বলতে কুন্ঠা বোধ হয় কিন্তু আজ থেকে কয়েকশো বছর আগের পূর্বপুরুষেরা এই সমস্ত কথার ব্যাপারে অনেক আধুনিক ছিলেন । তাই এটা বলা যেতেই পারে যে তাঁরা যথেষ্ট আধুনিকমনস্ক ছিলেন এই বিষয়টিতে এবং কোনওরকম লজ্জাবোধ তাঁদের ছিল না প্রকাশ্যে সেক্স (sex) বা যৌনতা নিয়ে কথা বলতে। আর সত্যিই তো, লজ্জার কী আছে যৌনতা নিয়ে কথা বলতে সেটাই তো আজ অবধি বুঝে উঠতে পারলাম না। যৌন চাহিদাও যে একটি অত্যন্ত স্বাভাবিক প্রবৃত্তি খাওয়া-ঘুম, সর্দি-কাশির মতো – একথা কবে বুঝবেন জানি না।

যাই হোক, একটি বিশেষ বই রয়েছে প্রাচীন ভারতের (ancient time) যা আজও সমানভাবে জনপ্রিয় এবং তা হল ‘কামসূত্র’ (kamasutra)। বইটি লেখা হয়েছিল দ্বিতীয় শতকে এবং এতে স্পষ্টভাবে বলা আছে যে স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী নিয়মিত শারীরিক মিলন। শুধু তাই-ই নয়, নানা উপায়ও বলা আছে সম্পূর্ণ পরিতৃপ্তি পাওয়ার। চলুন,কী কী নিয়মে (rules) মিলিত হওয়ার (sex) কথা বলা আছে আমরাও বরং জেনে নিই যে প্রাচীনকালে (ancient time) এবং তা আপনার স্বাস্থ্যের পক্ষে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ও আপনার সঙ্গীর।

শারীরিক মিলনের মূল নিয়মগুলি কামসূত্র অনুযায়ী কী কী

১। প্রাচীনকালে (ancient time) আমাদের দেশে বেশ কয়েকটি নিয়ম মেনে চলা হত শারীরিক মিলনের (sex) ক্ষেত্রে, যা অবশ্যই বিজ্ঞানসম্মত। প্রথমত বলা হয়েছে, কোনও রকম শারীরিক মিলনে লিপ্ত হওয়া যাবে না মহিলাদের ঋতুস্রাবের সময়ে প্রথম চার দিন। তাতে জীবাণুসংক্রমণ হতে পারে। তবে অতি অবশ্যই সঙ্গীর সঙ্গে মিলিত হতে পারেন ঋতুস্রাবের ১৪ থেকে ১৬ দিনের মধ্যে যদি আপনি সন্তান চান।

২। যদিও অনেকেই আজকাল সক্কাল সক্কাল শারীরিক মিলনে (sex) লিপ্ত হন, কারণ অনেকে ‘মর্নিং সেক্স’-এর আমেজই আলাদা বলে মনে করেন; তবে প্রাচীনকালে (ancient time) বলা হত,শারীরিক মিলনে প্রভাতকালে লিপ্ত হওয়া নিষিদ্ধ। এছাড়াও গ্রহণ, সূর্যোদয়, সূর্যাস্ত, মৃত্যু, শ্রাবণ মাস, নক্ষত্র, দিওয়ালকাল, ভদ্র, শ্রাদ্ধ, অমাবস্যায়।

৩। একাধিক মানুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে পারবেন না কোনও পুরুষ বা নারী, –প্রাচীন পুঁথিতে(kamasutra) এমন কথাও বলা হয়েছে । যদি কোনও পুরুষ বা নারী, বিশেষ করে তিনি যদি বিবাহিত হন এবং নিজের স্বামী বা স্ত্রী ব্যতীত অন্য কারও সঙ্গে যৌন সম্পর্কে থাকেন, তাহলে অনৈতিক বলে বিবেচিত হত। সেই সম্পর্কগুলি

৪। গর্ভাবস্থায় শারীরিক মিলন (sex) করা যাবে না (rules), আগেকার দিনেও এই নিয়মটি প্রচলিত ছিল এখনও এই কথার পক্ষে চিকিৎসকেরা পরামর্শ দেন। শারীরিক মিলনে গর্ভবতী মহিলারা বিরত থাকতেন, এমনকি এই নিয়ম মেনে চলার পরামর্শই দেওয়া হত। শিশুর জন্মের বেশ কিছুদিন পরেও। এতে শিশুর শারীরিক ও মানসিক বিকাশের উপরে প্রভাব পড়তে পারে বলেই।

৫। আপনার স্বামী বা প্রেমিক যখন চুড়ান্ত হতাশায় ভুগছেন অথবা যদি তিনি ক্লান্ত থাকেন, তার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করা উচিত না সেসময়ে। এরc ফলে তার মধ্যেকার নেগেটিভিটি । একথা আমি বলছি না, প্রাচীন বইটি বলছে।

Related posts

ফুড ডেলিভারি বয়কে জুতো দিয়ে মারলেন মহিলা! ভিডিও দেখে নিন্দায় সরব নেটিজেনেরা

News Desk

বেলাগাম ভাবে ছড়িয়েছেন করোনা, ৫ বছরের জেল হাজতবাসের দৃষ্টান্তমূলক শাস্তি পেলেন যুবক!

News Desk

স্ত্রী পিয়ার সঙ্গে ডিভোর্স এর ঘোষনা গায়ক অনুপম রায়ের! বিবৃতি দিয়ে নিজেই জানালেন কারন

News Desk