Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

আমার ছেলে ড্রাগস নিতে পারে, মেয়ে নিয়ে ঘুরতে পারে’, সবেতেই আরিয়ানকে ছাড়: বলেছিলেন শাহরুখ

আজ সকাল থেকেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বলিউডে (Bollywood)। মাদককান্ডে নাম জড়িয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খানের (Aryan Khan)। মুম্বাইয়ের একটি প্রমোদতরীতে মাদক সেবনের পার্টি করছিলেন আরিয়ান। সেই পার্টি থেকেই গতকাল রাতে তাকে হাতেনাতে পাকড়াও করেছে ন্যাশনাল কন্ট্রোল ব্যুরো। কিং খানের ছেলে বলে কথা! এই খবরে সারা দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

পাশাপাশি এনসিবি সূত্রের খবর অনুসারে জানা গেছে, প্রায় ছ’ঘণ্টা জেরার পর ক্রুজে পার্টি করার সময় মাদক নিয়েছেন বলে স্বীকার করেছেন আরিয়ান। তবে তাকে গ্রেপ্তারের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

এদিকে মাদকের সাথে ছেলের সংশ্লিষ্টতার ব্যাপার নিয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেননি শাহরুখ কিংবা গৌরী খানের কেউই।

ফিরে যাই ২৩ বছর আগে। শাহরুখ-জায়া গৌরী খান সবেমাত্র তাদের বড় ছেলে আরিয়ানের জন্ম দিয়েছেন। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে শাহরুখ রসিকতা করেছিলেন, ‘‘আমার ছেলে মাদকে আসক্ত হোক, শরীরী সম্পর্কে লিপ্ত হোক, প্রেম করুক। যা আমি আমার তারুণ্যে করতে পারিনি, সে সব কিছু যেন সে করতে পারে। আমি চাই, ছেলের বিরুদ্ধে অভিযোগ আসুক মেয়েদের বাবাদের তরফে।’’

শাহরুখের সে কথাই কি তাহলে অক্ষরে অক্ষরে মেনে চলছে তার ছেলে? শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে মাদকপার্টি চলছে বলে খবর পেয়ে সেখানে তদন্ত চালিয়ে আরিয়ানসহ ১০ জনকে গ্রেফতার করেছে এনসিবি। ওই পার্টিতে নিষিদ্ধ মাদক সেবন চলছিল। শাহরুখপুত্র ছাড়াও ফ্যাশন ইন্ডাস্ট্রির নামিদামি তারকারাও উপস্থিত ছিলেন ওই পার্টিতে। আরিয়ানকে জেরা করে জানা গিয়েছে, সেওই মাদক পার্টিতে ভিভিআইপি সদস্য ছিল। এমন পার্টিতে ভিভিআইপি সদস্যদের প্রবেশমূল্য দিতে হয় না। উল্লেখ্য, গতকালের পার্টির প্রবেশমূল্য ছিল ১ লক্ষ টাকা।

Related posts

পর্ণোগ্রাফি ছেড়ে গির্জার যাজক! কেন ছেড়ে দিলেন নীলছবির দুনিয়া, জানালেন বিখ্যাত পর্নস্টার

News Desk

আর যাওয়ার দরকার নেই আরটিও (RTO) অফিসে, ড্রাইভিং লাইসেন্স মিলে যাবে খুব সহজেই। কিভাবে?

News Desk

এই রহস্যজনক জঙ্গলে ৯০ ডিগ্রি কোণে বেঁকে রয়েছে সমস্ত গাছ , কি রহস্য লুকিয়ে

News Desk